আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের থেকে যা যা নির্দেশ দেওয়া হচ্ছে তা পালন করছে রেল বিভাগ। দেশের সুরক্ষা, যাত্রী সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্যাসেঞ্জারের পাশাপাশি দূরপাল্লাগামী ট্রেনে চেকিং চালাচ্ছেন রেল পুলিশ। প্রতিটি যাত্রীর ব্যাগ তল্লাশি নেওয়া হচ্ছে। স্টেশনে প্রবেশ এবং বাইরের পথে দাঁড়িয়ে থাকছেন রেল পুলিশ কর্মীরা।
advertisement
আরও পড়ুন: চিলাপাতায় নতুন দাবি ব্যবসায়ীদের! পূরণ হলেই কেল্লাফতে, খুলে পর্যটন শিল্পে নতুন দিগন্ত
আলিপুরদুয়ার ডিভিশনের কয়েকটি রেল স্টেশনে র্যাম্প রয়েছে সেগুলি হয়ত এর আগে ব্যবহৃত হয়নি। সেগুলি ব্যবহার যোগ্য করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর যেতে কোন রকমের অসুবিধা না হয় রেলপথ ব্যবহার করতে সে দিকটি দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্টেশনে আরপিএফ, জিআরপি-র সংখ্যা বাড়ানো হয়েছে। আলিপুরদুয়ারের হাসিমারা, নিউ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জংশন সহ বিন্নাগুড়ি স্টেশনের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। প্রতিবেশী রাজ্য অসমগামী ট্রেনগুলির ওপর নজরদারি থাকছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে ডিআরএম অমরজিৎ গৌতম জানান, “ক্রস বর্ডার ট্রেনগুলির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। চলছে চেকিং।”
Annanya Dey





