Indian Railways: হাসিমারার পর কালচিনি রেল স্টেশনে দাঁড়াবে টুরিস্ট স্পেশ্যাল ট্রেন। কবে থেকে মিলবে স্টপেজ, তা জানা না গেলেও, কালচিনি বিধায়ক বিশাল লামার কথায় এই ট্রেনটির এই স্টেশনে স্টপেজের জন্য রাজি হয়েছে রেল বিভাগ।
কালচিনি, অনন্যা দে: হাসিমারার পর কালচিনি রেল স্টেশনে দাঁড়াবে টুরিস্ট স্পেশ্যাল ট্রেন। কবে থেকে মিলবে স্টপেজ? তা জানা না গেলেও, কালচিনি বিধায়ক বিশাল লামার কথায় এই ট্রেনটির এই স্টেশনে স্টপেজের জন্য রাজি হয়েছে রেল বিভাগ। সম্প্রতি রেলমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন কালচিনির বিধায়ক বিশাল লামা। পর্যাপ্ত ট্রেন না থাকার কারণে কালচিনির মানুষের কী কী সমস্যা হচ্ছে তা তুলে ধরেন তিনি। এরপরেই তিন-চারটি ট্রেন চালু করার প্রতিশ্রুতি মিলেছে, যার মধ্যে রয়েছে এনজেপি থেকে আলিপুরদুয়ারগামী টুরিস্ট স্পেশ্যাল ভিস্তাডোম এক্সপ্রেস।
advertisement
২০২১ সালের ২৮ অগাস্ট থেকে প্রথম যাত্রা শুরু করে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের প্রথম ট্যুরিস্ট স্পেশ্যাল ভিস্তাডোম। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত প্রথমে সপ্তাহে তিন দিন এই ট্রেন চলত। পরে ওই বছরই ২২ নভেম্বর থেকে এই ট্রেন সপ্তাহে সাত দিনই চালানোর সিদ্ধান্ত নেয় রেল। মহানন্দা, চাপড়ামারি, বক্সা, জলদাপাড়া বনাঞ্চলের মধ্যে দিয়ে চলা এই পর্যটক স্পেশ্যাল ট্রেনটি। ট্রেনের দু-দিকের সাদা কাচের ভেতর থেকে বাইরের প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার অনাবিল আনন্দ উপভোগ করেন পর্যটকরা।
হাসিমারার পর এই ট্রেনের স্টপেজ হয়েছে রাজাভাতখাওয়াতে। কালচিনিতে কোনও স্টপেজ না থাকায়, পর্যটনে পিছিয়ে পড়ছে কালচিনি ও সংলগ্ন এলাকা বলে জানান বিশাল লামা। তিনি জানান, “কালচিনি আলিপুরদুয়ার জেলার অন্যতম জনপদ। ব্যবসা, পর্যটন সব জড়িয়ে রয়েছে এই এলাকার সঙ্গে। টুরিস্ট স্পেশ্যাল ট্রেন এখানে স্টপেজ দরকার, পাশাপাশি আরও দূরপাল্লাগামী ট্রেনের স্টপেজ দরকার।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷