২০২১ সালের ২৮ অগাস্ট থেকে প্রথম যাত্রা শুরু করে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের প্রথম ট্যুরিস্ট স্পেশ্যাল ভিস্তাডোম। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত প্রথমে সপ্তাহে তিন দিন এই ট্রেন চলত। পরে ওই বছরই ২২ নভেম্বর থেকে এই ট্রেন সপ্তাহে সাত দিনই চালানোর সিদ্ধান্ত নেয় রেল। মহানন্দা, চাপড়ামারি, বক্সা, জলদাপাড়া বনাঞ্চলের মধ্যে দিয়ে চলা এই পর্যটক স্পেশ্যাল ট্রেনটি। ট্রেনের দু-দিকের সাদা কাচের ভেতর থেকে বাইরের প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার অনাবিল আনন্দ উপভোগ করেন পর্যটকরা।
advertisement
হাসিমারার পর এই ট্রেনের স্টপেজ হয়েছে রাজাভাতখাওয়াতে। কালচিনিতে কোনও স্টপেজ না থাকায়, পর্যটনে পিছিয়ে পড়ছে কালচিনি ও সংলগ্ন এলাকা বলে জানান বিশাল লামা। তিনি জানান, “কালচিনি আলিপুরদুয়ার জেলার অন্যতম জনপদ। ব্যবসা, পর্যটন সব জড়িয়ে রয়েছে এই এলাকার সঙ্গে। টুরিস্ট স্পেশ্যাল ট্রেন এখানে স্টপেজ দরকার, পাশাপাশি আরও দূরপাল্লাগামী ট্রেনের স্টপেজ দরকার।”