Perfect Age Hight and Weight Ratio: উচ্চতা অনুযায়ী মহিলা ও পুরুষের 'পারফেক্ট' ওজন কত হওয়া উচিত? কত কেজি ওজন হলে আপনি ফিট? চার্ট মিলিয়ে দেখে নিন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Ideal Weight Chart by Height: সুস্থ থাকতে হলে শরীরের ভারসাম্য থাকা জরুরি। আপনার ওজন হতে হবে আপনার উচ্চতা অনুযায়ী। যদি আপনার উচ্চতা কম হয় এবং ওজন বেশি হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে অবশ্যই কোনো সমস্যা রয়েছে। উচ্চতা অনুযায়ী ওজন কতটুকু হওয়া উচিত তা জানা জরুরি।
উচ্চতা অনুযায়ী স্বাভাবিক ওজনের চার্ট: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তির উচ্চতা ও ওজনও বাড়তে থাকে। তারপর একটা সময় আসে যখন উচ্চতা ও দৈর্ঘ্যের বৃদ্ধি থেমে যায়। কিন্তু সেই অনুযায়ী যদি উচ্চতা বেশি বাড়ে এবং ওজন কমতে থাকে বা সে অনুযায়ী বাড়তে থাকে, তার মানে শরীরের ভারসাম্য ঠিক নেই। শরীরের ভারসাম্য যেকোনো মানুষের সুস্থ থাকার জন্য অপরিহার্য। সঠিক অনুপাত বাড়লেই সব ঠিক থাকে। যদি ভুল অনুপাত বৃদ্ধি পায় তবে এটি রোগের জন্য একটি কল। তাই প্রকৃতি নারী ও পুরুষের উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারণ করে রেখেছে। এটি বিজ্ঞান অনুযায়ী বিএমআইতে গণনা করা হয়। তো প্রথমেই জেনে নেওয়া যাক বিএমআই হিসাব করার ফর্মুলা কি।
বিএমআই কীভাবে গণনা করবেনঃ
মেডিক্যাল নিউজ টুডে অনুসারে, উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত তা জানার জন্য বিএমআই জানা যায়। অর্থাৎ দৈর্ঘ্য ও ওজন অনুযায়ী এগুলো সুষম ও স্বাস্থ্যকর কিনা। বডি মাস ইনডেক্স খুঁজে বের করতে একজন মানুষের উচ্চতা মিটারে মাপা হয়। এর পরে, উচ্চতার বর্গ দ্বারা ওজন ভাগ করা হয়। এভাবে বুঝতে পারছেন।
advertisement
advertisement
বিএমআই = ওজন
————
দৈর্ঘ্যের বর্গ
বা
বিএমআই = ওজন
—————-
(উচ্চতা x উচ্চতা)
এভাবে কারও ওজন যদি ৭০ কেজি হয় আর দৈর্ঘ্য যদি ৬ ফুট হয় তাহলে মিটারে ৬ ফুট নেওয়া হলে তা হবে ১৮৩ সেন্টিমিটার অর্থাৎ ১.৮৩ মিটার। সূত্রে এভাবে বের করা যাক।
BMI = 70
————- =20.90
advertisement
1.83*1.83
অর্থাৎ, যে ব্যক্তির বিএমআই ২০.৯০ তা ঠিকই আছে এই ফর্মুলা অনুযায়ী। বিএমআই অনুসারে, কোনও ব্যক্তির বিএমআই 18.5 থেকে 24.9 এর মধ্যে হওয়া উচিত।
আরও পড়ুনঃ ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন মহিলা, উইড্রল স্লিপে এমন ‘ভয়ঙ্কর’ কথা লিখলেন…পড়ে অজ্ঞান ক্যাশিয়ার, দাবানলের মতো ছড়াচ্ছে ভিডিও
ভারতীয় দৃষ্টিভঙ্গি বিএমআই সূত্রের সাথে খাপ খায় না। কারণ বিএমআই পেটের চর্বি পরিমাপ করে না, অন্যদিকে পেটের চর্বি স্থূলতার সবচেয়ে বিপজ্জনক ধরণের। তাই বিএমআই-তে পেটের পরিধির পরিমাপ মাপারও পরামর্শ দিয়েছেন এখানকার বিশেষজ্ঞরা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, বিএমআই ঠিক থাকলে পেটের পরিধি মাপুন। যদি কোনও পুরুষের পেটের পরিধি 90 সেন্টিমিটার এবং কোনও মহিলার পেটের পরিধি 80 সেন্টিমিটারের বেশি হয়, তবে তার অর্থ ব্যক্তিটি অতিরিক্ত ওজনযুক্ত।
advertisement
উচ্চতা অনুযায়ী ওজন
137 সেমি বা 4 ′ 6 “— 28.5 / 34.9 কেজি 28.5 / 34.9 কেজি
147 সেমি বা 4 ′ 10″— 36.4 / 44.9 কেজি 38.5 / 46.7 কেজি
152 সেমি বা 5 ′ 0″—- 40.8 / 49.9 কেজি 43.1 / 53 কেজি
advertisement
160 সেমি বা 5 ′ 3 “— 47.2 / 57.6 কেজি 50.8 / 61.6
165 সেমি বা 5 ′ 5 “— 51.2 / 62.6 কেজি 55.3 / 68 কেজি
168 সেমি বা 5 ′ 6 “— 53 / 64.8 কেজি 58/70.7 কেজি
170 সেমি বা 5 ′ 7 “— 55.3 / 67.6 কেজি 60.3 / 73.9 কেজি
advertisement
173 সেমি বা 5 ′ 8 “— 57.1 / 69.8 কেজি 63 / 76.6 কেজি
175 সেমি বা 5 ′ 9 “— 59.4 / 72.6 কেজি 65.3 / 79.8 কেজি
178 সেমি বা 5 ′ 10″— 61.2 / 74.8 কেজি 67.6 / 83 কেজি
advertisement
180 সেমি বা 5 ′ 11 “— 63.5 / 77.5 কেজি 70.3 / 85.7 কেজি
183 সেমি বা 6 ′ 0″— 65.3 / 79.8 কেজি 72.6 / 88.9 কেজি
188 সেমি 6 ′ 2 “— 69.4 / 84.8 কেজি 77.5 / 94.8 কেজি
193 সেমি 6 ′ 4 “— 73.5 / 89.8 কেজি 82.5 / 100.6 কেজি
195 সেমি 6 ′ 5 “— 75.7 / 92.5 কেজি 84.8 / 103.8 কেজি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 1:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Perfect Age Hight and Weight Ratio: উচ্চতা অনুযায়ী মহিলা ও পুরুষের 'পারফেক্ট' ওজন কত হওয়া উচিত? কত কেজি ওজন হলে আপনি ফিট? চার্ট মিলিয়ে দেখে নিন