Bizarre News: ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন মহিলা, উইড্রল স্লিপে এমন 'ভয়ঙ্কর' কথা লিখলেন...পড়ে অজ্ঞান ক্যাশিয়ার, দাবানলের মতো ছড়াচ্ছে ভিডিও

Last Updated:

Bizarre News: সম্প্রতি @miindrelax ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল যেখানে এসবিআই ব্যাঙ্কের আমানত স্লিপের একটি ছবি শেয়ার করা হয়েছে। তবে তারিখ ভুল লেখা থাকায় এই ডিপোজিট স্লিপটি ভুয়ো বলেই মনে করা হচ্ছে, ভাইরাল করাই ছিল উদ্দেশ্য।

ব্যাঙ্ক ক্যাশিয়ারের কাছে মহিলা উপভোক্তা। ছবিঃ এআই।
ব্যাঙ্ক ক্যাশিয়ারের কাছে মহিলা উপভোক্তা। ছবিঃ এআই।
কলকাতাঃ সোশ্যাল মিডিয়ায় প্রায়ই মজার মজার ভিডিও ভাইরাল হয়, যা দেখে অবাক হয়ে যান সকলেই। দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক সংক্রান্ত নথি ভাইরাল হচ্ছে, যেখানেও নানা সময়ে মানুষ হাস্যকর কথা লিখে ফেলেন ভুল করে। সম্প্রতি একটি ব্যাঙ্ক ডিপোজিট স্লিপের মধ্যে যা লেখা হয়েছে, তা সামনে এসেছে। যেখানে এক মহিলা এমন কথা লিখেছেন, যা পড়ার পর ব্যাঙ্কের ক্যাশিয়ার নিশ্চয়ই হতবাক হয়ে গিয়েছেন। তবে এটি একটি ভুয়ো ডিপোজিট স্লিপ বলেই মনে করা হচ্ছে, যা সম্ভবত ভাইরাল করার লক্ষ্যেই লেখা হয়েছে। তারিখ দেখলেই বিষয়টি বুঝতে পারবেন।
কয়েক মাস আগে @miindrelax ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল যেখানে এসবিআই ব্যাঙ্কের আমানত স্লিপের একটি ছবি শেয়ার করা হয়েছে। ব্যাঙ্কের কাজ এতটাই জটিল যে অনেক সময় অনেকেই তা বুঝতে পারেন না। এই কারণে ব্যাঙ্কে তাদের অন্য লোকের উপস্থিতি প্রয়োজন। অনেক সময় স্বল্প শিক্ষিত মানুষ চেক বা ডিপোজিট স্লিপে ভুল জিনিস পূরণ করে। কিন্তু এই ডিপোজিট স্লিপ আলাদা। এতে একজন মহিলা ব্যাঙ্কে টাকা ভরার জন্য তা পূরণ করেন, কিন্তু তাতে হাস্যকর জিনিস লিখে দেন। তবে এই ডিপোজিট স্লিপটি ভুয়ো কারণ তারিখ লেখা হয়েছে ৩০ ফেব্রুয়ারি ২০২৫। আপনি নিশ্চয়ই জানেন ফেব্রুয়ারিতে ৩০ তারিখ নেই।
advertisement

View this post on Instagram

A post shared by Miind Relax (@miindrelax)

advertisement
advertisement
আরও পড়ুনঃ কেটে নিলে অসুবিধা নেই, কিন্তু গোটা ‘এই’ ফল নিয়ে ভুলেও ট্রেনে চড়বেন না, ধরা পড়লে জেল-জরিমানা নিশ্চিত, কোন ফল জানেন?
ভাইরাল হওয়া ছবিতে নামের জায়গায় লেখা রয়েছে সোনুর মা, আর ক্যাশ-চেকের বর্ণনায় লেখা রয়েছে, মনুর পড়াশোনার জন্য টাকা জমা দিতে হবে। যেখানে টাকা পূরণ করার কথা ছিল, সেই মহিলা লিখে দিয়েছেন তাঁর রাশি কন্যা এবং কোথায় কোথায় কত টাকা দিতে হবে, তার মোট পরিমাণ লেখার কথা ছিল, তিনি লিখেছেন রাজযোগ। এখন এমন ডিপোজিট স্লিপ দেখে কে না চমকে উঠবে।
advertisement
আরও পড়ুনঃ ইচ্ছে করে ছেলের বউয়ের পার্সেল খুলতেন রোজ! জব্দ করতে এমন জিনিস অর্ডার দিলেন পুত্রবধূ, দেখা মাত্রই অজ্ঞান শাশুড়ি! নেটিজেনরা বলছে ‘পারফেক্ট রিভেঞ্জ’
ইতিমধ্যেই ভিডিওটি ২০ মিলিয়নেরও বেশি নেটিজেন দেখেছেন এবং তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন, ক্যাশিয়ার এই স্লিপ দেখে হতবাক হয়ে যাবেন। অপর এক ব্যবহারকারী বলেন, ‘ব্যাঙ্ক স্লিপে এভাবে লিখবে আর বলবে চাকরি পাচ্ছ না।’ একজন বলেছেন, এটি ভাইরাল করার জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা স্লিপ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bizarre News: ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন মহিলা, উইড্রল স্লিপে এমন 'ভয়ঙ্কর' কথা লিখলেন...পড়ে অজ্ঞান ক্যাশিয়ার, দাবানলের মতো ছড়াচ্ছে ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement