ইচ্ছে করে ছেলের বউয়ের পার্সেল খুলতেন রোজ! জব্দ করতে এমন জিনিস অর্ডার দিলেন পুত্রবধূ, দেখা মাত্রই অজ্ঞান শাশুড়ি! নেটিজেনরা বলছে 'পারফেক্ট রিভেঞ্জ'

Last Updated:

Bizarre News: শাশুড়ির অনুমতি ছাড়া পার্সেল খোলার অভ্যাসের প্রতিশোধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছেন এক মহিলা। রেডিটে শেয়ার করা এই গল্পে, মহিলা ব্যাখ্যা করেন কীভাবে তার শাশুড়ি তার অনুমতি ছাড়াই প্রতিবার তার নামে পার্সেল খুলতেন এবং এই অভ্যাসে বিরক্ত হয়ে তিনি এমন একটি পদক্ষেপ নিয়েছিলেন যাকে লোকেরা "সঠিক প্রতিশোধ" বলে অভিহিত করছে।

পার্সেল। ছবিঃ এআই।
পার্সেল। ছবিঃ এআই।
কলকাতাঃ যৌথ পরিবারে বসবাস সবসময়ই বিশেষ এবং সুন্দর অভিজ্ঞতা দেয় মানুকে। বাড়ির কম বয়সী সদস্যরা গুরুজন, প্রবীণদের ছায়া পায়, ছোটদের কাছ থেকে উৎসাহ পায় এবং পূর্ণ উৎসাহের সঙ্গে জীবনযাপনের সুযোগ পায়। তবে সবসময় যৌথ পরিবারে বসবাসের স্মৃতি সুখকর নাও হতে পারে।  কিছু সমস্যাও তৈরি হয় নানা সময়ে। যেমন প্রাইভেসি বা ব্যক্তিগত মুহূর্ত অনেক সময়ই সকলের সামনে চলে আসে না চাইতেও।
বাড়িতে যখনই কোনও কুরিয়্যার বা পার্সেল আসে, অনেক সময় বাড়ির বড়রা কিছু না ভেবেই, সেই প্যাকেট খুলে ফেলেন। তাদের মাথাতেও আসে না বাড়ির কোনও সদস্য, খুবই ব্যক্তিগত কোনও জিনিস অর্ডার করতে পারে। আবার অনেকেই বেশি কৌতুহলেও ইচ্ছে করে বারে বারে এই কাণ্ড ঘতান মানুষকে উত্যক্ত করার জন্য। এতে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। বিশেষ সমস্যা হয় বাড়িতে নতুন বউ বা পুত্রবধূ এলে। এমনই এক ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। জানা গিয়েছে, ওই নববধূর শাশুড়ি বারবার জিজ্ঞেস না করেই পার্সেল খুলে ফেলতেন। তখন পুত্রবধূ তাঁকে এমন শিক্ষা দেওয়ার কাণ্ড ঘটান, তাতে গোটা বাড়িতে নিস্তব্ধতা নেমে আসে। তারপর থেকে সম্ভবত শাশুড়ি আর কখনও বউমার পার্সেল খোলার সাহস দেখাননি।
advertisement
advertisement
শাশুড়ির অনুমতি ছাড়া পার্সেল খোলার অভ্যাসের প্রতিশোধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছেন এক মহিলা। Reddit-এ শেয়ার করা গল্পে, মহিলা ব্যাখ্যা দেন কীভাবে শাশুড়ি অনুমতি ছাড়াই প্রতিবার তার নামে আসা পার্সেল খুলতেন, যা নিয়ে বারে বারে বিরক্ত প্রকাশ করেও কোনও লাভ হয়নি। আর তারপরই তিনি এমন একটি পদক্ষেপ নেন যাকে নেটিজেনরা “পারফেক্ট প্রতিশোধ” বলে অভিহিত করছে।
advertisement
আরও পড়ুনঃ প্রেম, বন্ধুত্ব, এক কাপ চা, সেলফি…! সেলিব্রেশন হোক অনুভবের! আজ গার্লফ্রেন্ড ডে পালন করলেন?
Reddit থ্রেডে ওই বধূ লিখেছেন, ‘আমার সব পার্সেলে আমার নাম স্পষ্ট লেখা থাকার পরেও শাশুড়িও আমার বাক্স খুলেছিলেন এবং অজুহাত দিয়েছিলেন তিনি ভেবেছিলেন এই পার্সেল তাঁর স্বামী অর্থাৎ অভিযোগকারীর শ্বশুরের জন্য। নানা ভাবে তাঁকে দেখানোর পরেও তিনি শুধু অস্বীকার করেন নিজের কাজ। এরপর রাতারাতি তিনি একটি বড় ‘সেক্স টয়’ অর্ডার করেন। সেখানেও বাক্সের গায়ে স্পষ্ট লেখা ছিল ওই বধূর নাম।
advertisement
বধূ বলেন, বাড়ির বাইরে সিসি ক্যামেরা ছিল। যখনই শাশুড়ি ডেলিভারি বয়ের ফোন পান, তখনই তিনি জানালার কাছে বসে ডেলিভারি ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। “পার্সেল বারান্দায় পড়তেই আমি তিনি দৌড়ে দরজার কাছে গিয়ে পার্সেলটা তুলে নিয়ে নিজের ঘরে চলে যান। তারপর নীরবতা নেমে আসে। ১৫ মিনিট পর বাড়ি গিয়ে দেখতে পান বাক্সটি বসার ঘরের টেবিলের ওপর খোলা অবস্থায় পড়ে। কেউ তা লুকিয়ে রাখেনি। এ নিয়ে কেউ কিছু বলেনি। আমার শাশুড়িও তারপর থেকে একটি কথাও বলেনি। এমন শান্তি আমি আগে কখনও পাইনি।
advertisement
Reddit-এ এই পোস্টের পর অনেকেই তাদের স্টোরি শেয়ার করেছেন, একজন ইউজার লিখেছেন- আমিও আমার শ্যালিকাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এরকম কিছু করেছি। আমরা যখন আমাদের পিও বক্স পেলাম, তখন তারা কয়েক সপ্তাহ ধরে রেগে ছিল, কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান হয়ে যায় তাতেই।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ইচ্ছে করে ছেলের বউয়ের পার্সেল খুলতেন রোজ! জব্দ করতে এমন জিনিস অর্ডার দিলেন পুত্রবধূ, দেখা মাত্রই অজ্ঞান শাশুড়ি! নেটিজেনরা বলছে 'পারফেক্ট রিভেঞ্জ'
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement