Love Relationship: প্রেম, বন্ধুত্ব, এক কাপ চা, সেলফি...! সেলিব্রেশন হোক অনুভবের! আজ গার্লফ্রেন্ড ডে পালন করলেন?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Love Relationship: শুধুই প্রেম নয়, বন্ধুত্বও উদযাপন হোক না হয় এই দিনে! গার্লফ্রেন্ড মানে শুধু রোমান্স নয় শৈশবের বান্ধবী, কলেজের গসিপ পার্টনার, কিংবা জীবনের প্রিয় নারী বন্ধুরাও এই দিনের অংশ। তাই আজ ‘ভ্যালেন্টাইন’ না হলেও, এক কাপে চা আর একটা কলেই হোক বন্ধুত্ত্বের সেলিব্রেশন! আজ এই গার্ল ফ্রেন্ড দিবস আপনি কীভাবে পালন করছেন।
*আজ ১ অগাস্ট! জানেন বিশেষ এই দিনটিতে কী রয়েছে? আজ ভালবাসার দিন। 'বিশ্ব গার্লফ্রেন্ড' দিবস আজ। হ্যাঁ, এই দিনটা একান্তই প্রেমিকাদের জন্য। শোনা যায়, ২০০৪ সালে এক ব্লগারের হাত ধরে শুরু হয় এই দিবস। উদ্দেশ্য? জীবনের বিশেষ গার্লফ্রেন্ডদের জন্য একটা দিন, হোক সে প্রেমিকা, বেস্ট ফ্রেন্ড বা সোশ্যাল মিডিয়ার DM কুইন!
advertisement
advertisement
*বর্তমান প্রজন্মের কাছে এই দিনগুলি বড্ড সেলিব্রেটেড ডে। সোশ্যাল মিডিয়ার দৌলতে কমবেশি সবাই অবগত। তবে অনেকেরই প্রশ্ন, আজকের প্রজন্মে গার্লফ্রেন্ড মানে? কিছুটা আশেপাশে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় Generation G-এর কাছে প্রেম মানে শুধু মুভি ডেট নয়, মানে হল দু'জনে একসঙ্গে চুপচাপ ফোনে স্ক্রল করাও একটা মানসিক বোঝাপড়া। আজকের প্রেমে থাকে মিম, মান-অভিমানের GIF, আর “Seen করে রিঅ্যাক্ট দিলে রাগ করব!” টাইপ হালকা টেনশন।
advertisement
advertisement
*মোদ্দা কথা, শুধুই প্রেম নয়, বন্ধুত্বও উদযাপন হোক না হয় এই দিনে! গার্লফ্রেন্ড মানে শুধু রোমান্স নয় শৈশবের বান্ধবী, কলেজের গসিপ পার্টনার, কিংবা জীবনের প্রিয় নারী বন্ধুরাও এই দিনের অংশ। তাই আজ ‘ভ্যালেন্টাইন’ না হলেও, এক কাপে চা আর একটা কলেই হোক বন্ধুত্ত্বের সেলিব্রেশন! আজ এই গার্ল ফ্রেন্ড দিবস আপনি কীভাবে পালন করছেন।