Love Relationship: প্রেম, বন্ধুত্ব, এক কাপ চা, সেলফি...! সেলিব্রেশন হোক অনুভবের! আজ গার্লফ্রেন্ড ডে পালন করলেন?

Last Updated:
Love Relationship: শুধুই প্রেম নয়, বন্ধুত্বও উদযাপন হোক না হয় এই দিনে! গার্লফ্রেন্ড মানে শুধু রোমান্স নয় শৈশবের বান্ধবী, কলেজের গসিপ পার্টনার, কিংবা জীবনের প্রিয় নারী বন্ধুরাও এই দিনের অংশ। তাই আজ ‘ভ্যালেন্টাইন’ না হলেও, এক কাপে চা আর একটা কলেই হোক বন্ধুত্ত্বের সেলিব্রেশন! আজ এই গার্ল ফ্রেন্ড দিবস আপনি কীভাবে পালন করছেন।
1/5
*আজ ১ অগাস্ট! জানেন বিশেষ এই দিনটিতে কী রয়েছে? আজ ভালবাসার দিন। 'বিশ্ব গার্লফ্রেন্ড' দিবস আজ। হ্যাঁ, এই দিনটা একান্তই প্রেমিকাদের জন্য। শোনা যায়, ২০০৪ সালে এক ব্লগারের হাত ধরে শুরু হয় এই দিবস। উদ্দেশ্য? জীবনের বিশেষ গার্লফ্রেন্ডদের জন্য একটা দিন, হোক সে প্রেমিকা, বেস্ট ফ্রেন্ড বা সোশ্যাল মিডিয়ার DM কুইন!
*আজ ১ অগাস্ট! জানেন বিশেষ এই দিনটিতে কী রয়েছে? আজ ভালবাসার দিন। 'বিশ্ব গার্লফ্রেন্ড' দিবস আজ। হ্যাঁ, এই দিনটা একান্তই প্রেমিকাদের জন্য। শোনা যায়, ২০০৪ সালে এক ব্লগারের হাত ধরে শুরু হয় এই দিবস। উদ্দেশ্য? জীবনের বিশেষ গার্লফ্রেন্ডদের জন্য একটা দিন, হোক সে প্রেমিকা, বেস্ট ফ্রেন্ড বা সোশ্যাল মিডিয়ার DM কুইন!
advertisement
2/5
*বিশ্ব গার্লফ্রেন্ড দিবস মানেই শুধু 'আই লাভ ইউ' বলার দিন নয়। কেউ ফোনে ‘ভালবাসি’ বলে, কেউ খাবারে এক চামচ বাড়তি ভালোবাসা দেয়! এই দিন মনে করিয়ে দেয়, সম্পর্ক মানে কেয়ার, কনফেশন আর কমপেনিয়নশিপ—সেলফি নয়, অনুভব!
*বিশ্ব গার্লফ্রেন্ড দিবস মানেই শুধু 'আই লাভ ইউ' বলার দিন নয়। কেউ ফোনে ‘ভালবাসি’ বলে, কেউ খাবারে এক চামচ বাড়তি ভালোবাসা দেয়! এই দিন মনে করিয়ে দেয়, সম্পর্ক মানে কেয়ার, কনফেশন আর কমপেনিয়নশিপ—সেলফি নয়, অনুভব!
advertisement
3/5
*বর্তমান প্রজন্মের কাছে এই দিনগুলি বড্ড সেলিব্রেটেড ডে। সোশ্যাল মিডিয়ার দৌলতে কমবেশি সবাই অবগত। তবে অনেকেরই প্রশ্ন, আজকের প্রজন্মে গার্লফ্রেন্ড মানে? কিছুটা আশপাশে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় Generation G-এর কাছে প্রেম মানে শুধু মুভি ডেট নয়, মানে হল দু'জনে একসঙ্গে চুপচাপ ফোনে স্ক্রল করাও একটা মানসিক বোঝাপড়া। আজকের প্রেমে থাকে মিম, মান-অভিমানের GIF, আর “Seen করে রিঅ্যাক্ট দিলে রাগ করব!” টাইপ হালকা টেনশন।
*বর্তমান প্রজন্মের কাছে এই দিনগুলি বড্ড সেলিব্রেটেড ডে। সোশ্যাল মিডিয়ার দৌলতে কমবেশি সবাই অবগত। তবে অনেকেরই প্রশ্ন, আজকের প্রজন্মে গার্লফ্রেন্ড মানে? কিছুটা আশেপাশে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় Generation G-এর কাছে প্রেম মানে শুধু মুভি ডেট নয়, মানে হল দু'জনে একসঙ্গে চুপচাপ ফোনে স্ক্রল করাও একটা মানসিক বোঝাপড়া। আজকের প্রেমে থাকে মিম, মান-অভিমানের GIF, আর “Seen করে রিঅ্যাক্ট দিলে রাগ করব!” টাইপ হালকা টেনশন।
advertisement
4/5
*তবে মিলেনিয়্যারদের আবার ভাবনা অন্যরকম তারা বলেন, সোশ্যাল মিডিয়া ফিল্টার ছেড়ে আজ একটু রিয়েল ভালবাসা দিন! এই দিনে প্রেমিক-প্রেমিকারা রিল আর স্টোরিতে ব্যস্ত থাকলেও, আসল ভালবাসা কি শুধু হ্যাশট্যাগেই আটকে থাকে? আজ হয়তো একটা মেসেজ, একটা ছোট্ট স্নেহের ছোঁয়াই অনেক কিছু বদলে দিতে পারে!
*তবে মিলেনিয়্যারদের আবার ভাবনা অন্যরকম তারা বলেন, সোশ্যাল মিডিয়া ফিল্টার ছেড়ে আজ একটু রিয়েল ভালবাসা দিন! এই দিনে প্রেমিক-প্রেমিকারা রিল আর স্টোরিতে ব্যস্ত থাকলেও, আসল ভালবাসা কি শুধু হ্যাশট্যাগেই আটকে থাকে? আজ হয়তো একটা মেসেজ, একটা ছোট্ট স্নেহের ছোঁয়াই অনেক কিছু বদলে দিতে পারে!
advertisement
5/5
*মোদ্দা কথা, শুধুই প্রেম নয়, বন্ধুত্বও উদযাপন হোক না হয় এই দিনে! গার্লফ্রেন্ড মানে শুধু রোমান্স নয় শৈশবের বান্ধবী, কলেজের গসিপ পার্টনার, কিংবা জীবনের প্রিয় নারী বন্ধুরাও এই দিনের অংশ। তাই আজ ‘ভ্যালেন্টাইন’ না হলেও, এক কাপে চা আর একটা কলেই হোক বন্ধুত্ত্বের সেলিব্রেশন! আজ এই গার্ল ফ্রেন্ড দিবস আপনি কীভাবে পালন করছেন।
*মোদ্দা কথা, শুধুই প্রেম নয়, বন্ধুত্বও উদযাপন হোক না হয় এই দিনে! গার্লফ্রেন্ড মানে শুধু রোমান্স নয় শৈশবের বান্ধবী, কলেজের গসিপ পার্টনার, কিংবা জীবনের প্রিয় নারী বন্ধুরাও এই দিনের অংশ। তাই আজ ‘ভ্যালেন্টাইন’ না হলেও, এক কাপে চা আর একটা কলেই হোক বন্ধুত্ত্বের সেলিব্রেশন! আজ এই গার্ল ফ্রেন্ড দিবস আপনি কীভাবে পালন করছেন।
advertisement
advertisement
advertisement