বর্ষা এলেই ভুটান পাহাড়ের নদীর জল ফুলেফেঁপে ওঠে। এই জল প্রবেশ করে জয়গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মংলা বাড়ি, রাইগাঁও এবং খোকলা বস্তির বিভিন্ন এলাকায়। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, ভোগান্তি হয় এলাকার বাসিন্দাদের। যদিও জয়গা ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যোগীখোলা ও গোবরজ্যোতি নদীতে পাকা বাঁধ দেওয়া হচ্ছে। এতে কিছুটা সমস্যার সমাধান হলেও ৬০ শতাংশ সমস্যার সমাধান হবে না বলে জানা গিয়েছে। তার জন্য প্রয়োজন ভুটান পাহাড় সৃষ্ট নদীগুলির ড্রেজিং করানোর।
advertisement
ভুটান এলাকায় এই ড্রেজিং হলে নদীর জল এতটা ফুলেফেঁপে উঠবে না বলে মনে করছেন ভারতের প্রশাসনিক আধিকারিকরা। যার কারণে ডেকে আনা হয়েছিল ভুটানের ফুন্টশোলিং এলাকার প্রশাসনিক আধিকারিকদের। খোকলাবস্তির এই বন্যাপ্রবণ এলাকা ভুটানের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন জয়গা ডেভেলাপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। তিনি জানান, “নদীর ড্রেজিংয়ের বিষয় নিয়ে কথা হয়েছে। ভুটানের আধিকারিকরা ভারত সরকারের তরফে এই বিষয়ে একটি চিঠি ভুটান সরকারকে দিতে বলেছেন। জেলা প্রশাসনের কাছে জানিয়ে এই কাজ করা হবে।” ওদিকে ভুটানের আধিকারিক কর্মা ছিড়িং জানান, “এলাকার সমস্যা আমরা পরিদর্শন করলাম। প্রশাসনকে জানানো হবে। কোন একটি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Annanya Dey





