সংঘর্ষ বিরতি রয়েছে, তবে নিরাপত্তা ব্যবস্থায় কোন খামতি রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। উত্তর-পূর্ব ভারতের একটি অংশ ডুয়ার্স। বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভুটানের মত আন্তর্জাতিক সীমান্ত। অসম সহ অরুণাচল প্রদেশ প্রবেশের রাস্তা গিয়েছে এই জেলা দিয়ে। এই জেলাতে রয়েছে হাসিমারা বায়ুসেনা ছাউনি, এসএসবি ও ভারতীয় সেনা ছাউনি।
আরও পড়ুন: মশাল জ্বালিয়ে চাঁদের আলোয় চা পাতা তোলা! দেখল পর্যটকরা, জানেন কতটা গুরুত্ব মুনলাইট টি-এর
advertisement
ভারত-পাক অস্থির পরিস্থিতিতে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা। হাসিমারা বায়ু সেনা ছাউনির ২৫ কিলোমিটার এলাকায় চলছে এখনও কড়া নজরদারি। এই এলাকাগুলির মধ্যে রয়েছে কালচিনি ব্লকের অসংখ্য পর্যটন কেন্দ্র, রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিটি পর্যটন স্থলে অবস্থিত হোটেল, হোম স্টেগুলিতে চলছে চেকিং। পুলিশ কর্মীরা সেখানে গিয়ে মেটাল ডিটেক্টর নিয়ে চেকিং করছেন। খতিয়ে দেখছেন পর্যটকদের তালিকা। ডেকে নেওয়া হচ্ছে পর্যটকদের। তাঁদের ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখা হচ্ছে।
Annanya Dey





