এমনই প্রশ্ন উঠছে জলপাইগুড়ির এই এলাকায়। জলপাইগুড়ির বেরুবাড়িতে জমি জট ঘিরে চাঞ্চল্য। দেশের সীমান্ত নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া নির্মাণ অত্যন্ত জরুরি। জলপাইগুড়ি জেলার বিতর্কিত সীমান্ত অঞ্চল বেরুবাড়ি যেখানে স্বাধীনতার পর থেকেই জমি সংক্রান্ত নানা জটিলতা লেগে রয়েছে সেই সীমান্তেই চলছে নতুন করে কাঁটাতারের কাজ।
সীমান্তে বেড়া ও সড়ক নির্মাণের জন্য প্রয়োজন জমির। সেই লক্ষ্যে রাজ্য সরকার ও বিএসএফ স্থানীয়দের কাছ থেকে জমি চেয়ে আবেদন করেছে। অনেকেই দেশপ্রেমের টানে জমি দিতে রাজি হয়েছেন। কিন্তু সমস্যা একটাই নিজেদের পুরুষানুক্রমে ভোগদখল থাকা জমির বৈধ কাগজ আজও নেই বহু বাসিন্দার হাতে।
advertisement
বেরুবাড়ির অন্তত পাঁচটি গ্রামের মানুষ আজও সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, কারণ সরকারি খতিয়ান অনুযায়ী, তারা সেই জমির মালিক নন। জমি বিক্রি-বিনিময় তো দূরের কথা, ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও তাই অনিশ্চিত।
আরও পড়ুন- ভারতের একমাত্র CNG বাইক এটি! ৯০ হাজার টাকায় খুলে যাবে উপার্জনের রাস্তা
এই সংকট মেটাতে বুধবার ভূমি দফতরের অফিসে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিএসএফ প্রতিনিধি, সদর বিধানসভার বিধায়ক পি কে বর্মা ও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিরা। বিধায়ক পি কে বর্মা বলেন, “মানুষ জমি দিতে আগ্রহী, কিন্তু বৈধ কাগজ না থাকায় সমস্যা হচ্ছে। আমরা জমির কাগজপত্র তৈরি করে দেওয়ার কাজ শুরু করেছি।”
এই উদ্যোগ শুধু কাঁটাতারের বেড়া নির্মাণে সাহায্য করবে না, বরং বহু বছর ধরে জমির আইনি স্বীকৃতির জন্য লড়াই করা মানুষদের আশার আলো দেখাবে।
সুরজিৎ দে