জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের মোহিতনগর ফ্লাইওভারের মুখে দেখা গেল এক বিরল দৃশ্য। জাতীয় সড়কের মাঝেই হঠাৎ করে একটি বিশাল অজগর সাপ উঠে আসে। মুহূর্তের মধ্যেই পথচলতি মানুষজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। কেউ কেউ দূর থেকে ভিডিও তুলতে থাকেন, আবার কেউ সরে দাঁড়ান নিরাপত্তার স্বার্থে। ঠিক সেই সময়ই এগিয়ে এলেন দুই মানবিক মুখ, একজন সমাজসেবী আর একজন পরিবেশপ্রেমী। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে আসেন তারা।
advertisement
দু’জন মিলে সাহসিকতা ও অভিজ্ঞতার সঙ্গে অজগরটিকে ধরতে সক্ষম হন। পরে সেটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয় এবং বন দফতরকে খবর দেওয়া হয়। শুধু সাপ উদ্ধারের ঘটনাই নয়, এই উদ্যোগে ধরা পড়ে এক বড় বার্তাও। বনাঞ্চলের প্রাণীরা কেন বারবার লোকালয়ে চলে আসছে? পরিবেশবিদদের একাংশ বলছেন, লাগাতার বন উজাড় ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় বন্যপ্রাণীদের স্বাভাবিক আবাসস্থল ক্রমেই সংকুচিত হচ্ছে।
ফলে তারা বাধ্য হয়ে মানুষের বসতিতে প্রবেশ করছে। এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। তবে অর্ণব ও বিষ্ণুজিৎবাবুর সাহস দেখিয়ে দিল, মানবিকতার পরিচয় শুধু মানুষের প্রতি নয়, প্রাণীর প্রতিও থাকা জরুরি। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, মানুষ ও প্রাণী, উভয়ের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।