পেট চালাতে রেশনের চালই ভরসা, চা বাগান বন্ধ থাকায় রোজগার নেই চা শ্রমিকদের। বহুদিন থেকে বিভিন্ন চা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন চলছে পাহাড়ে। ইতিমধ্যেই পাহাড়জুড়ে বন্ধ রয়েছে একাধিক চা বাগান ফলে সমস্যায় পড়ছে চা শ্রমিকেরা এর পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া টাকা তারা এখনো পায়নি এবং তাদের ২০ শতাংশ বোনাসের দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি সব মিলিয়ে মাথায় হাত এবং পেটের জ্বালায় অনশনে চা শ্রমিকেরা।
advertisement
আরও পড়ুন: কার্শিয়াং ঘুরতে যাওয়ার প্ল্যান? মিস করবেন না হাতের কাছেই থাকা এই ইকো পার্ক
এই প্রসঙ্গে লং ভিউ চা বাগানে কর্মরত এক চার শ্রমিক গঙ্গা থাপা বলেন, চা বাগান বন্ধ থাকায় রোজগার নেই সমস্যা হচ্ছে পেটের ক্ষিদে মিটানোর একমাত্র উপায় রেশনের চাল।
আরও পড়ুন: দার্জিলিং হিলস ইউনিভার্সিটিতে দ্বিতীয় দফায় ভর্তির প্রক্রিয়া শুরু! কীভাবে আবেদন করবেন
অন্যদিকে চা বাগানের অফিসের সামনে অনশনরত এক স্থানীয় বাসিন্দা অতীশ বিশ্বকর্মা বলেন দীর্ঘ দু-তিন মাস ধরে এই আন্দোলন চলছে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। এবছর চা বাগানের শ্রমিকদের কাজ নেই রোজগার নেই ফলে উৎসবও নেই রেশনের চালেই পেটের খিদে মিটছে।
সুজয় ঘোষ





