Education: দার্জিলিং হিলস ইউনিভার্সিটিতে দ্বিতীয় দফায় ভর্তির প্রক্রিয়া শুরু! কীভাবে আবেদন করবেন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Education: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার অফ আর্টস ও মাস্টার অফ সায়েন্স-এর বিভিন্ন বিষয়ে ভর্তির এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ে।
দার্জিলিং: পাহাড়ে ঘুরতে যেতে কার না ভাল লাগে। তবে পাহাড়ে যদি পড়াশোনা করার সুযোগ পাওয়া যায় তাহলে কেমন হয়। স্নাতক উত্তীর্ণ হওয়ার পর স্নাতকোত্তর পড়তে চান? সেই জায়গা যদি পাহাড়ের কোলে কোনও বিশ্ববিদ্যালয়ে হয় ? একবার খোঁজ নিয়ে দেখতে পারেন দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে। কারণ সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরও পড়ুনঃ সাবধান! আসছে ‘দানা’! এমন ভয়াবহ ঘূর্ণিঝড়ের আগে-পরে কী করবেন, কী করবেন না? জানুন
বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে দ্বিতীয় দফায় ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে দার্জিলিং হিল ইউনিভার্সিটি। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার অফ আর্টস ও মাস্টার অফ সায়েন্স-এর বিভিন্ন বিষয়ে ভর্তির এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন।
advertisement
advertisement
ইংরেজি, ইতিহাস, মাস কমিউনিকেশন, গণিত, নেপালি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি হওয়া যাবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া প্রয়োজন। প্রয়োজনীয় বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। এখানে আবেদন করার পদ্ধতি একেবারেই সহজ। দার্জিলিং হিল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৩ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ চলবে। এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে দার্জিলিং হিল ইউনিভার্সিটির ওয়েবসাইটটি দেখতে পারেন।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2024 5:34 PM IST