Darjeeling News: কার্শিয়াং ঘুরতে যাওয়ার প্ল্যান? মিস করবেন না হাতের কাছেই থাকা এই ইকো পার্ক

Last Updated:

বন বিভাগের উদ্যোগে কার্শিয়াং ডিভিশনের সেন্ট্রাল বস্তি এলাকায় তৈরি হওয়া ইকো পার্ক।

+
কার্শিয়াংয়ের

কার্শিয়াংয়ের ইকো পার্ক

দার্জিলিং: বন বিভাগের উদ্যোগে কার্শিয়াং ডিভিশনের সেন্ট্রাল বস্তি এলাকায় তৈরি হওয়া ইকো পার্ক রোজগারের দিশা দেখাচ্ছে গ্রামের যুবক যুবতীদের। উত্তরবঙ্গ মানেই পাহাড় নদী জঙ্গলের এক অপরূপ মেলবন্ধন, যার টানে সারা বছর ধরেই পর্যটকরা ছুটে আসেন উত্তরবঙ্গে। সেই অর্থেই বন বিভাগের উদ্যোগে চারিদিকে জঙ্গল এবং নদী দিয়ে ঘেরা এই সেন্ট্রাল বস্তির মাঝেই গড়ে উঠেছে ইকোপার্ক, যার নাম দেওয়া হয়েছে আই লাভ টিপু খোলা।
ছুটির দিন হোক বা উইকেন্ড, বর্তমানে এই জায়গায় প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে ভিড় জমায় ৮ থেকে ৮০ সকলেই। বর্তমানে বন বিভাগের পক্ষ থেকে জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় বেকার যুবক-যুবতীদের রোজগারের লক্ষ্যে তৈরি করা হয়েছে ইকো পার্ক। সেই অর্থেই বর্তমানে চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল এবং টিপু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে আই লাভ টিপু খোলা।
advertisement
আরও পড়ুন: দার্জিলিং গেলেও এই ঝর্ণা দেখেননি? বড় মিস করেছেন! ঠিকানা জেনে ঘুরে আসুন
এখানে আসলেই প্রকৃতির মাঝে টিপু নদীর জলে স্নান করার আনন্দ থেকে শুরু করে থাকবে, স্থানীয় খাবারের স্বাদ। বর্তমানে ইকো পার্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে দুটি ক্যান্টিন। এখানে বসে যেমন লোকাল খাবারের স্বাদ নিতে পারবেন তেমনি আপনি চাইলে নিজের হাতেই রান্নাও করে খেতে পারবেন। বর্তমানে ইকো পার্ক যেন এক পিকনিক স্পটে পরিণত হয়েছে। পর্যটকদের আকর্ষণের জন্য গাছের উপরেই তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার যেখানে দাঁড়িয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত থাকে সকলেই।
advertisement
advertisement
আরও পড়ুন: দার্জিলিং হিলস ইউনিভার্সিটিতে দ্বিতীয় দফায় ভর্তির প্রক্রিয়া শুরু! কীভাবে আবেদন করবেন
এই প্রসঙ্গে অপর এক ব্যক্তি প্রেম লিম্বু বলেন, পিকনিকের মরশুমে এই জায়গায় মানুষের ঢল নামে, জায়গাটি জঙ্গলের মাঝে হওয়ায় মাঝে মাঝে পর্যটকদের হাতির দেখা মেলে সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি লোকাল খাবার সবটাই রয়েছে এখানে।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: কার্শিয়াং ঘুরতে যাওয়ার প্ল্যান? মিস করবেন না হাতের কাছেই থাকা এই ইকো পার্ক
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement