Darjeeling Trip: দার্জিলিং গেলেও এই ঝর্ণা দেখেননি? বড় মিস করেছেন! ঠিকানা জেনে ঘুরে আসুন

Last Updated:

Darjeeling Trip: চারিদিকে সারি সারি পাহাড় আর পাহাড়ের বুক চিড়ে বয়ে চলা এই ঝর্ণায় কিছুটা সময় কাটালে মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে।

+
পাগলাঝোড়া

পাগলাঝোড়া ওয়াটারফল

দার্জিলিং: উইকেন্ড হোক বা ছুটির দিন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে কার না মন চায়। তার ওপর ঘরের কাছে যদি কোন পাহাড়ে ঘেরা ডেস্টিনেশন হয় তাহলে তো কোন কথাই নেই। ঠিক শিলিগুড়ি থেকে রংটং হয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে দার্জিলিং যাওয়ার পথে প্রকৃতির মাঝে গড়ে উঠেছে এই জায়গাটি। পাহাড়ের কোলে এই ঝর্ণার ধারে শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটালে নিমিষেই আপনার মন ভাল হয়ে যাবে। একদিকে সবুজে ঘেরা সারি সারি পাহাড়,পাখিদের কিচিরমিচির শব্দ তার ওপর পাহাড়ি ঝর্না নিমিষেই মন মুগ্ধ করবে আপনার।
শিলিগুড়ি থেকে রংটং হয়ে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে দার্জিলিং যাবার পথে গড়ে উঠেছে অপরূপ সুন্দর এই জায়গা। চারিদিকে সারি সারি পাহাড় আর তার মাঝ দিয়ে পাহাড়ের বুক চিরে বইছে ঝর্ণা , বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এই ঝর্ণা সকলের কাছে পাগলাঝোড়া ওয়াটারফল নামে পরিচিত, আর সেই ঝর্ণার জলে কেউ পা চুবিয়ে বসে দু-চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করছে আবার কেউ অপরূপ সুন্দর এই জায়গাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। প্রতিদিন প্রচুর পর্যটক কিছুটা সময় কাটাতে এখানে এসে থাকে।
advertisement
আরও পড়ুনঃ পর্যটক টানতে বিরাট উদ্যোগ! নতুন সাজে সাজছে জনপ্রিয় এই বিশাল পার্ক, দেখুন তো চেনেন কিনা…
এ প্রসঙ্গে এক পর্যটক সাং দর্জে বলেন, চারিদিকে পাহাড়ের মাঝে পাগলাঝোড়া এলাকায় এই ওয়াটারফল সত্যিই অসাধারণ এখানে এসে কিছুটা সময় কাটালে মন ভাল হয়ে যায়, এই ঝর্ণার ধার দিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে ছুটে চলে টয় ট্রেন যদিও বর্তমানে ধ্বসের কারণে তা বন্ধ রয়েছে। সব মিলিয়ে এই জায়গাটি সত্যিই অসাধারণ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কলকাতার একেবারেই কাছে এই ৫ অভূতপূর্ব জায়গা! আপনি না গেলে বড় মিস করবেন, ছোট্ট ছুটিতে হোক ডেস্টিনেশন
ছুটির দিনে শহরের এই কোলাহল ছেড়ে নিরিবিলিতে পাহাড়ি ঝর্ণার ধারে বসে পরিবার অথবা বন্ধু-বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে হলে এই জায়গাটি হতে চলেছে আপনার সেরা ঠিকানা। এই জায়গায় পাহাড়ি ঝর্ণার ধারে বসে দুচোখ ভরে সবুজে ঘেরা প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। পাহাড় মানেই আবেগ পাহাড় মানেই ভালোবাসা, আর আপনি যদি পাহাড়প্রেমি হন এবং পাহাড় ঘেরা কোনও ডেস্টিনেশনে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন প্রকৃতির মাঝে পাহাড় এবং পাহাড়ের বুক চিড়ে বয়ে চলা পাগলাঝোড়া ওয়াটারফল থেকে।
advertisement
সুজয় ঘোষ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling Trip: দার্জিলিং গেলেও এই ঝর্ণা দেখেননি? বড় মিস করেছেন! ঠিকানা জেনে ঘুরে আসুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement