Weekend Trip: পর্যটক টানতে বিরাট উদ্যোগ! নতুন সাজে সাজছে জনপ্রিয় এই বিশাল পার্ক, দেখুন তো চেনেন কিনা...

Last Updated:

Weekend Trip: ইতিমধ্যেই বাচ্চাদের জন্য বেশ কয়েকটি খেলনা বসানো হচ্ছে পার্কের মধ্যে। পার্কে থাকা মিউজিয়ামটিকে কেন্দ্র করেও নতুন কিছু চিন্তা ভাবনা করছে পার্ক কর্তৃপক্ষ।

+
নরেন্দ্র

নরেন্দ্র নারায়ণ পার্ক

কোচবিহার: রাজ আমলে স্থাপন হওয়া কোচবিহার সদর শহরের বুকে অন্যতম প্রসিদ্ধ একটি পার্ক হলো এন এন পার্ক। এই এন এন পার্কের সম্পূর্ণ নাম নরেন্দ্র নারায়ণ পার্ক। একটা সময় এই পার্কে রাজাদের আনাগোনা ছিল। তবে আজ আমলের পরবর্তী সময়ে এই পার্কের সমস্ত দায়িত্বভার সামলানো হচ্ছে সরকারের দ্বারা। বর্তমান সময়ে এই পার্কের বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুরু করা হয়েছে পার্কের টয়ট্রেন পরিষেবা। যা গোটা কোচবিহারে শুধুমাত্র এই পার্কের মধ্যেই রয়েছে বর্তমানে।
উদ্যান ও কানন বিভাগের রেঞ্জার অভিজিৎ নাগ জানান, “জেলা কোচবিহারের এই পার্কের মধ্যে দূর-দূরান্তের বহু মানুষের ভিড় জমান। এছাড়া বাইরের বহু পর্যটকেরা এই পার্কে এসে থাকেন বিভিন্ন সময় ঘুরতে। তাইতো কোচবিহার শহরের মধ্যে এই পার্কের গুরুত্বই আলাদা। দীর্ঘ সময় ধরে এই পার্কে বাচ্চাদের খেলনার প্রচুর সামগ্রী রয়েছে। তবে কিছুদিন পূর্বে একটি মিউজিয়াম শুরু করা হয়েছে। যেই মিউজিয়াম এর মধ্যে রাজ আমলে পার্কে ব্যবহৃত নানান উপকরণ সাজিয়ে রাখা হয়েছে। যা পার্কের ঘুরতে আসা মানুষদের অনেকটাই পছন্দ হচ্ছে বর্তমান সময়ে।”
advertisement
আরও পড়ুনঃ কলকাতার একেবারেই কাছে এই ৫ অভূতপূর্ব জায়গা! আপনি না গেলে বড় মিস করবেন, ছোট্ট ছুটিতে হোক ডেস্টিনেশন
তিনি আরও জানান, “দুর্গাপুজোর আগে পার্কে বাচ্চাদের জন্য বেশ কিছু খেলা সামগ্রী আনা হয়েছে। আরও বেশ কিছু খেলা বসানো হচ্ছে পার্কের মধ্যে। বর্তমান সময়ে পর্যটনের মরসুম ইতিমধ্যেই শুরু হয়েছে। আর তাইতো পর্যটকদের আকর্ষণ করতে পার্কের আরও কিছু সংস্কার কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে এই পার্কে। দীর্ঘ প্রাচীন রাজ আমলের ঐতিহ্যবাহী এই পার্ক বর্তমান সময়ে অনেকটাই আকর্ষণ করে বহু ইতিহাস অনুসন্ধানী মানুষকে। জেলার বুকে অন্যতম প্রসিদ্ধ এই পার্ক শুধু জেলার নয় জেলার বাইরের মানুষেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু।”
advertisement
advertisement
ইতিমধ্যেই বাচ্চাদের জন্য বেশ কয়েকটি খেলনা বসানো হচ্ছে পার্কের মধ্যে। এছাড়া পার্কে থাকা মিউজিয়ামটিকে কেন্দ্র করেও নতুন কিছু চিন্তা ভাবনা করছে পার্ক কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনের মধ্যেই পার্কের আরও কিছু আমূল পরিবর্তন হতে চলেছে, যা প্রতিটি পর্যটকের পছন্দ হবে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Weekend Trip: পর্যটক টানতে বিরাট উদ্যোগ! নতুন সাজে সাজছে জনপ্রিয় এই বিশাল পার্ক, দেখুন তো চেনেন কিনা...
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement