অভিযোগ প্রতিদিনের মত এদিন সকালেও জমিতে কাজে গিয়েছিলেন ওই মহিলা তথা গৃহবধূ। আচমকা জমির ঝোপ থেকে এক যুবক ধারালো হাসুয়া নিয়ে মহিলার উপর হামলা করে। তার মাথায় আঘাত করে দুই কান কেটে সোনার দুল নিয়ে চম্পট দেয়। এরপর ওই গৃহবধূর চিৎকারে অন্যান্য চাষিরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
আক্রান্ত ওই গৃহবধূ চন্দনা মন্ডল জানান, ‘সকালে ভেন্ডি ভাঙার জন্য চাষ জমিতে গিয়েছিলাম। আচমকাই এক যুবক ধারালো হাসুয়া দিয়ে হামলা চালায়। আঘাতের পর সেখানে লুটিয়ে পড়ি। এরপর কানের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। ওই দুষ্কৃতীকে সামনে থেকে দেখলে চিনতে পারব’।
আরও পড়ুনঃ ভারতীয় অটো, টোটোর নেপালে ঢুকতে বাধা! ব্যবসায় ভাটা! দেওয়ালে পিঠ ঠেকতে দলবেঁধে যা করলেন গাড়ি চালকেরা
এই ঘটনার পর বর্তমানে আহত গৃহবধূ চিকিৎসাধীন মালদহ মেডিক্যালে কলেজ হাসপাতালে। এদিকে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা।