কলেজ ক্যাম্পাসে থাকা মূল্যবান গাছ কেটে বিক্রি! তৃণমূল ছাত্র নেতাদের মদতেই বেআইনি কার্যকলাপ! ফুঁসছে পড়ুয়ারা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Trees Cut Down Illegally: কলেজ ছুটির দিনে শাসক দলের ছাত্র নেতাদের একাংশের মদতে মূল্যবান গাছগুলি বেআইনিভাবে কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। বনদফতর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: ছুটির দিনে কলেজের মধ্যে থাকা কুড়িটির বেশি গাছ বেআইনিভাবে কেটে তা বিক্রি করার অভিযোগ উঠল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শাসক দলের ছাত্র নেতাদের একাংশের মদতে মূল্যবান গাছগুলি বেআইনিভাবে কেটে বিক্রি করা হয়েছে। কলেজ কতৃপক্ষ থেকে পরিচালন কমিটি কেউ টের পায়নি বলে দাবি করা হচ্ছে। বনদফতর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের সামনে বর্তমানে কংক্রিটের প্রাচীর রয়েছে। দু’দশক আগে তৎকালীন কলেজের অধ্যক্ষ ধনঞ্জয় দাস অধিকারীর সময়ে এগরা বাজকুল রাজ্য সড়ক বরাবর কাঁটা তারের বেড়ার মধ্য কলেজের বৃক্ষরোপণ কর্মসূচিতে মেহগনি, ঝাউ, আকাশমনি-সহ একাধিক গাছ লাগানো হয়েছিল। প্রকান্ড সেই গাছগুলি কলেজ পরিসরে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে ছিল।
advertisement
আরও পড়ুনঃ বক্সা পাহাড়ে গেলে কী কী দেখবেন? খাবেন কিংবা কিনবেন কী? পর্যটকদের জন্য দারুণ আয়োজন প্রতিনিধি দলের
সূত্রের খবর কলেজ ছুটির দিনে শাসক দলের ছাত্র নেতাদের একাংশের মদতে মূল্যবান গাছগুলি বেআইনিভাবে কেটে বিক্রি করা হয়েছে। অধিকাংশ গাছের গুঁড়ি কলেজ পরিসর থেকে পাচার করে দেওয়া হয়। মঙ্গলবার পর্যন্ত কলেজ পরিসরে মধ্যেই অবশিষ্ট কিছু গাছের গুঁড়ি জড়ো করে রাখা হয়েছিল।
advertisement
advertisement
বেআইনিভাবে গাছ কাটার বিষয়ে কলেজের একাংশ শিক্ষকেরা অধ্যক্ষ প্রদীপ্ত কুমার মিশ্রের কাছে প্রতিবাদ জানিয়েছেন। যেখানে কলেজে বড় বড় অক্ষরে ব্যানারে লেখা রয়েছে, গাছ লাগানোর কথা আর সেখানে কলেজেরই ক্যাম্পাসে বড় বড় গাছ কেটে বিক্রি করে দেওয়া হল। বেআইনিভাবে কারা কেন গাছগুলিকে কেটেছেন! অধ্যক্ষ স্পষ্ট কোন জবাব দিতে পারেননি।
আরও পড়ুনঃ অস্ত্রোপচারে কমছে গজের চাহিদা! নন-স্টিক প্যাড কিংবা তরল ব্যান্ডেজে সারছে রোগী, এদিকে পেটে টান তাঁতিদের
গাছ কেটে পরিবেশ ধ্বংস করার ঘটনার ক্ষুব্ধ পরিবেশ কর্মী-সহ কলেজের প্রাক্তনীরা। কলেজে বেআইনিভাবে গাছ কেটে পাচারের ঘটনায় বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কেটে রাখা বেশকিছু গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করেছে বনদফতর। এই ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ্ত কুমার মিশ্রকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 10:40 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলেজ ক্যাম্পাসে থাকা মূল্যবান গাছ কেটে বিক্রি! তৃণমূল ছাত্র নেতাদের মদতেই বেআইনি কার্যকলাপ! ফুঁসছে পড়ুয়ারা