অস্ত্রোপচারে কমছে গজের চাহিদা! নন-স্টিক প্যাড কিংবা তরল ব্যান্ডেজে সারছে রোগী, এদিকে পেটে টান তাঁতিদের
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Gauze Bandages: বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে গজ ব্যান্ডেজের ব্যবহার পুরোপুরি বন্ধ না হলেও আগের মতো চাহিদা নেই। অস্ত্রোপচার বা ছোটখাটো চিকিৎসায় এখন বিশেষ ধরনের আঠা ও টেপ ব্যবহার বাড়ায় ব্যান্ডেজের উপর নির্ভরশীলতা কমে গিয়েছে।
দুর্ঘটনা কিংবা অসুখ-বিসুখে গজ ব্যান্ডেজের ব্যবহার একসময় ছিল অপরিহার্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার দেভোগ, মাঝেরপাড়া, বাগানআইট-সহ একাধিক গ্রাম বহুদিন ধরেই পরিচিত এই গজ ব্যান্ডেজ তৈরির জন্য। তাঁত শিল্পের মাধ্যমেই প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হচ্ছে এই ব্যান্ডেজ। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement