ভারতীয় অটো, টোটোর নেপালে ঢুকতে বাধা! ব্যবসায় ভাটা! দেওয়ালে পিঠ ঠেকতে দলবেঁধে যা করলেন গাড়ি চালকেরা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Indo-Nepal Border: নেপাল থেকে চার চাকার গাড়ি এদেশে ঢুকছে। সীমান্তে ঢুকে ব্যবসা করছেন নেপালের নাগরিকরা। অথচ ভারতীয় অটো ও টোটো চালকদের নেপাল ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: নেপালের পরিস্থিতি স্বাভাবিক হলেও নেপালে যেতে পারছে না ভারতের অটো ও টোটো। ক্ষোভে পানিট্যাঙ্কি সীমান্তে নেপালের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ অটো ও টোটো চালকেরা। তাঁদের অভিযোগ, নেপাল থেকে চার চাকার গাড়ি এদেশে ঢুকছে। সীমান্তে ঢুকে ব্যবসা করছেন নেপালের নাগরিকরা। অথচ ভারতীয় অটো ও টোটো চালকদের নেপাল ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
নেপালের উত্তপ্ত পরিস্থিতির পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি সীমান্ত। দিন কয়েক আগেই পানিট্যাঙ্কি সীমান্ত পরিদর্শনে এসে ব্যবসায়ীদের দাবি মেনে সীমান্ত খোলার নির্দেশ দিয়ে গিয়েছেন দার্জিলিং সাংসদ রাজু বিস্তা। শুরু হয়েছে যাতায়াত। স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে চলাচল করছে দুই দেশের সাধারণ মানুষেরাও। এই অবস্থায় অভিযোগ ওঠে নেপালের প্রবেশ করতে পারছে না ভারতের কোন অটো ও টোটো চালকেরা।
advertisement
আরও পড়ুনঃ বক্সা পাহাড়ে গেলে কী কী দেখবেন? খাবেন কিংবা কিনবেন কী? পর্যটকদের জন্য দারুণ আয়োজন প্রতিনিধি দলের
কাজের পেটে টান পড়ছে ফলে একজোট হয়ে ক্ষোভ প্রকাশ করলেন অটো ও টোটো চালকেরা। বৃহস্পতিবার নেপাল থেকে আসা চার চাকার একটি গাড়ি আটকে নেপালের সাধারণ মানুষের উপর ক্ষোভ উগরে দিলেন চালকরা। অভিযোগ, খুব সহজেই নেপাল থেকে চার চাকার গাড়ি এদেশে ঢুকে পড়ছে। সীমান্তে ঢুকে ব্যবসাও করছেন নেপালের নাগরিকরা। অথচ ভারতীয় অটো ও টোটো চালকদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নেপালের পরিস্থিতি ঠাণ্ডা হলেও কেন বন্ধ পানিট্যাঙ্কি সীমান্ত? সাংসদ রাজু বিস্তার এক নির্দেশে তৎপর BSF, খুশিতে ডগমগ ব্যবসায়ীরা
এদিন ক্ষোভে ফেটে পড়ার পর এসএসবি ও খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেপাল প্রশাসনের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এসএসবি। মূলত সীমান্ত এলাকায় ৭০০-র বেশি টোটো ও ৪০০ অটো চলে। অটো, টোটো চালিয়েই চালকরা দিনযাপন করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 8:03 PM IST