আরও পড়ুনঃ এবার পুজোয় ট্রেন্ডিং কোরিয়ান কাগজের মালা! বাংলার শিল্পীদের কাজ যাচ্ছে ভিনরাজ্যেও
এই পরিস্থিতিতে পানিট্যাঙ্কি সীমান্ত পরিদর্শনে এসে সীমান্ত ব্যবসায়ীদের কাছে সীমান্ত খোলার আবেদন পান দার্জিলিং সাংসদ রাজু বিস্তা। এরপর তিনি এসএসবি ও কাস্টমসের সঙ্গে বৈঠক করে। তারপরেই সাংসদ জানান, খোলা হচ্ছে সীমান্ত। তিনি আরও জানান, ব্যবসা ও যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই স্থান। নেপালের ঘটনার জেরে বন্ধ ছিল সীমান্ত। তার ফলে সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ আচমকা বিকট শব্দ! মঙ্গলকোটের কাছেই ভয়াবহ দুর্ঘটনা! পথে রক্তাক্ত ৩ যুবক, আশঙ্কাজনক ১
সোমবার থেকে স্বাভাবিক চলাফেরা ও পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য সীমান্ত খোলা হয়েছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হল। আগামী দিনে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। সীমান্ত বন্ধ থাকার ফলে ব্যবসায়ীদের আর্থিক অনটনের কথা শুনে পুজোর জন্য ২ লক্ষ টাকা সহায়তার আশ্বাস দেন সাংসদ রাজ্য বিস্তা। সাংসদের সিদ্ধান্তে খুশি সীমান্তের ব্যবসায়ীরা।