TRENDING:

নেপালের পরিস্থিতি ঠাণ্ডা হলেও কেন বন্ধ পানিট্যাঙ্কি সীমান্ত? সাংসদ রাজু বিস্তার এক নির্দেশে তৎপর BSF, খুশিতে ডগমগ ব্যবসায়ীরা

Last Updated:

India Nepal Border: সোমবার থেকে স্বাভাবিক চলাফেরা ও পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য পানিট্যাঙ্কি সীমান্ত খোলা হয়েছে। স্বাভাবিক হল সীমান্তের পরিস্থিতি। পুজোর জন্য ব্যবসায়ীদের ২ লক্ষ টাকা সহায়তার আশ্বাস দেন সাংসদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানিট্যাঙ্কি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: স্বাভাবিকের পথে পানিট্যাঙ্কি সীমান্ত। সাংসদের পরিদর্শনের পরেই স্বাভাবিক হচ্ছে দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্ত এলাকা। নেপালের উত্তপ্ত পরিস্থিতির জেরে সীমান্ত পুরোপুরি বন্ধ ছিল। নিরাপত্তার কারণে নেপালের নাগরিকদের প্রবেশ বন্ধ রেখেছিল এস‌এসবি। এই অবস্থায় নেপালের পরিস্থিতি স্বাভাবিক হলেও সীমান্ত দিয়ে নেপালের নাগরিকদের প্রবেশ না হ‌ওয়ায় চিন্তা বাড়ছিল সীমান্ত ব্যবসায়ীদের।
পানিট্যাঙ্কি সীমান্ত পরিদর্শনে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা
পানিট্যাঙ্কি সীমান্ত পরিদর্শনে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা
advertisement

আরও পড়ুনঃ এবার পুজোয় ট্রেন্ডিং কোরিয়ান কাগজের মালা! বাংলার শিল্পীদের কাজ যাচ্ছে ভিনরাজ্যেও

এই পরিস্থিতিতে পানিট্যাঙ্কি সীমান্ত পরিদর্শনে এসে সীমান্ত ব্যবসায়ীদের কাছে সীমান্ত খোলার আবেদন পান দার্জিলিং সাংসদ রাজু বিস্তা। এরপর তিনি এস‌এসবি ও কাস্টমসের সঙ্গে বৈঠক করে। তারপরেই সাংসদ জানান, খোলা হচ্ছে সীমান্ত। তিনি আরও জানান, ব্যবসা ও যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই স্থান। নেপালের ঘটনার জেরে বন্ধ ছিল সীমান্ত। তার ফলে সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা গিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ আচমকা বিকট শব্দ! মঙ্গলকোটের কাছেই ভয়াবহ দুর্ঘটনা! পথে রক্তাক্ত ৩ যুবক, আশঙ্কাজনক ১

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

সোমবার থেকে স্বাভাবিক চলাফেরা ও পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য সীমান্ত খোলা হয়েছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হল। আগামী দিনে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। সীমান্ত বন্ধ থাকার ফলে ব্যবসায়ীদের আর্থিক অনটনের কথা শুনে পুজোর জন্য ২ লক্ষ টাকা সহায়তার আশ্বাস দেন সাংসদ রাজ্য বিস্তা। সাংসদের সিদ্ধান্তে খুশি সীমান্তের ব্যবসায়ীরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নেপালের পরিস্থিতি ঠাণ্ডা হলেও কেন বন্ধ পানিট্যাঙ্কি সীমান্ত? সাংসদ রাজু বিস্তার এক নির্দেশে তৎপর BSF, খুশিতে ডগমগ ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল