আচমকা বিকট শব্দ! মঙ্গলকোটের কাছেই ভয়াবহ দুর্ঘটনা! পথে রক্তাক্ত ৩ যুবক, আশঙ্কাজনক ১
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Mangalkot Accident: পেট্রোল পাম্পের সন্নিকটে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মোটরবাইকের মধ্যে। মুহূর্তের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের, আরেকজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলকোট, বনোয়ারীলাল চৌধুরী: বীরভূম জেলার নানুর থানার নতুনগ্রাম এলাকায় সোমবার সকালে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি পেট্রোল পাম্পের সন্নিকটে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মোটরবাইকের মধ্যে। মুহূর্তের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের, আরেকজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আর দুর্ঘটনাস্থল ঘিরে সৃষ্টি হয়েছিল ব্যাপক উত্তেজনা।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুটি বাইকে মোট চারজন আরোহী ছিলেন। এক বাইকে ছিলেন বেলাই গ্রামের বাসিন্দা দুই বন্ধু রাম দাশ (২১) এবং বাবু দাশ (২৬)। তারা নতুনহাট বাজারে মোবাইল কিনতে যাচ্ছিলেন। বাবু দাশ বাইক চালাচ্ছিলেন। উল্লেখযোগ্য, মাত্র এক মাস আগেই বিয়ে করেন বাবু।
আরও পড়ুনঃ ছাত্রীদের অশালীন ইঙ্গিত, কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ! পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ, পড়ুয়াদের মারে মাথা ফাটল সহকারী প্রধান শিক্ষকের
অন্যদিকে, দ্বিতীয় বাইকে ছিলেন নতুনগ্রামের মকবুল সেখ (৪৮) ও ভাটপাড়া গ্রামের আবদুল্লা সেখ। তারা নতুনহাটে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় মাঝরাস্তায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। প্রচণ্ড শব্দে দুটি বাইক একে অপরের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাবু দাশ (২৬) ও মকবুল সেখ (৪৮)। গুরুতর জখম অবস্থায় আবদুল্লা সেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু তাঁর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের পোস্টার বিতর্ক! দুর্নীতির অভিযোগে বিদ্ধ রবিউল ইসলাম
অন্যদিকে, রাম দাশ (২১) গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চারদিক থেকে মানুষ ছুটে আসেন। মঙ্গলকোট হাসপাতাল চত্বরে শুরু হয় চরম উত্তেজনা। শোকে ভেঙে পড়েন মৃতদের পরিবার। বহু মানুষ ভিড় জমিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভয়াবহ দূর্ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকাবাসী হতবাক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আচমকা বিকট শব্দ! মঙ্গলকোটের কাছেই ভয়াবহ দুর্ঘটনা! পথে রক্তাক্ত ৩ যুবক, আশঙ্কাজনক ১