হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের পোস্টার বিতর্ক! দুর্নীতির অভিযোগে বিদ্ধ রবিউল ইসলাম

Last Updated:

Rabiul Islam: হাড়োয়া বিধানসভার নতুন বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ লেখা রয়েছে পোস্টার জুড়ে। রাস্তার যত্রতত্র ছড়িয়ে রয়েছে একাধিক পোস্টার। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

দুর্নীতির অভিযোগে হাড়োয়া বিধানসভার নতুন বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে পোস্টার
দুর্নীতির অভিযোগে হাড়োয়া বিধানসভার নতুন বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে পোস্টার
হাড়োয়া, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: হাড়োয়ার বিধায়কের নামে একাধিক দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগ ঘিরে পোস্টার আর এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাড়োয়া দেগঙ্গা এলাকা জুড়ে। হাড়োয়া বিধানসভার নতুন বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ লেখা রয়েছে ওই সমস্ত পোস্টারে। রাস্তার যত্রতত্র ছড়িয়ে রয়েছে একাধিক পোস্টার। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে উপনির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে রবিউল ইসলামের নাম ঘোষণা করার পরও এই একইভাবে পোস্টার ছড়িয়েছিল।
পোস্টারে লেখা, ‘দেগঙ্গা দু’নম্বর ব্লকের ভেড়ির থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করা, ইটভাটা থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করা, পঞ্চায়েত থেকে কাঠমানি আদায় করে হাড়োয়া বিধানসভার নতুন বিধায়ক রবিউল ইসলাম’। ‘হাড়োয়া বিধানসভার নতুন বিধায়ক রবিউল ইসলাম লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দেগঙ্গা ব্লক, হাড়োয়া ব্লক, বারাসাত ২ নম্বর ব্লক, পুরনো ব্লক সভাপতিদের বাদ দিয়ে নতুন ব্লক সভাপতি করার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছে’।
advertisement
আরও পড়ুনঃ ছাব্বিশের ভোটের আগে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! বারাসাতের মঞ্চ থেকে SSC নিয়েও সুর চড়ালেন সুকান্ত মজুমদার
কোন পোস্টারে উল্লেখ, ‘নতুন বিধায়ক হবার পর থেকে ১৩টি গ্রাম পঞ্চায়েতের একাধিক দল তৈরি করে দলের মধ্যে গ্রুপ বাজি করিয়ে নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী বিধায়ক তুমি জবাব দাও’।
advertisement
advertisement
‘দেগঙ্গা ১ নম্বর পঞ্চায়েত দোগাছিয়া ও হাসিয়া গ্রামে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে দিয়ে গ্রামবাসিদের হকের লক্ষ লক্ষ টাকা লুট করছ কেন বিধায়ক তুমি জবাব দাও’। ‘হাড়োয়া বিধানসভার তোলাবাজি বিধায়ক রবিউল ইসলাম আইপ্যাকদেরকে টাকা দিয়ে দেগঙ্গা ব্লকের সভাপতি করার জন্য কৃষ্ণর নাম পাঠানো হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। আইপ্যাক তুমি জবাব দাও’।
advertisement
আরও পড়ুনঃ পুরসভার টাকা মেরে পকেট ভরছিলেন অস্থায়ী কর্মী! বাগিয়েছেন কয়েক লক্ষ, অভিযোগ সামনে আসতেই শোরগোল
পঞ্চায়েত স্তরে নেতাদের পদ পাইয়ে দেওয়া, একাধিক পঞ্চায়েতে দলের মধ্যে একাধিক গ্রুপ তৈরি করে নিজের সুবিধা আদায় করা, এই ধরনের একাধিক পোস্টার লক্ষ্য করা যায় দেগঙ্গা ও হাড়োয়া বিধানসভা এলাকায়। কিন্তু কে বা কারা এই পোস্টর রাতের অন্ধকারে মেরেছে তা জানা যায়নি।
advertisement
আগামীকাল মঙ্গলবার বসিরহাট সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক রয়েছে। সেখানে একাধিক ব্লক সভাপতি নিয়ে আলোচনা হতে পারে। তার আগেই এই পোস্টার, মা ঘিরে বিতর্ক। দলকে জানানো হয়েছে পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে কে বা কারা এই কাজ করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের পোস্টার বিতর্ক! দুর্নীতির অভিযোগে বিদ্ধ রবিউল ইসলাম
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement