দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপাল বাহাদুর বস্তি। এই এলাকাটির সামনে রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। প্রায় দেড় হাজার মানুষের বসবাস এই এলাকায়। এই এলাকার বেশিরভাগ মানুষ দিন মজুরের কাজ করেন। তাঁদের যাতায়াতের রাস্তা এটি। শুক্রবার রাতের মুষলধারার বৃষ্টিতে এলাকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত রাস্তাটির ২৫০ মিটার ধসে যায়। তারপর থেকে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর উপায় নেই। গাড়ি দূরেই থাক, সাইকেল যেতে পারবেনা রাস্তা দিয়ে।
advertisement
আরও পড়ুন: ভাঙল জাতীয় সড়ক, জলে ভাসছে এলাকা! যাচ্ছে তাই অবস্থা উত্তরবঙ্গের এই জেলায়, দেখুন ছবিতে
সড়ক ধসে যাওয়ার পাশাপাশি গার্ডওয়ালও ভেঙ্গে গিয়েছে। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, সম্প্রতি সড়কটি অল্প ভেঙ্গেছিল। শুক্রবারের বৃষ্টিতে পুরোপুরি ভেঙ্গে গেল। রাস্তা নির্মাণের সময় গোলযোগ ছিল বলে এই পরিণতি বলে মনে করছেন তারা। এলাকার বাসিন্দারা জানান, রাস্তার সাংঘাতিক পরিস্থিতি। রাতে কেউ ভুল করে এই রাস্তায় প্রবেশ করলে ভোগান্তি রয়েছে তার। বড় দুর্ঘটনা ঘটতে পারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এই রাস্তাটি দ্রুত মেরামতের দাবিতে জেলা প্রশাসনের কাছে একটি চিঠি লিখেছেন। এই রাস্তাটি এশিয়ান হাইওয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, তাই এর গুরুত্ব অনেকটাই বলে দাবি জানিয়েছেন তিনি।এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য মোতিলাল ছেত্রি জানান, “সমস্যার কথা উদ্ধৃতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দেখা যাক কি হয়।”
Annanya Dey





