TRENDING:

Heatwave in Siliguri: পাহাড়ে ঠান্ডা অথচ শিলিগুড়িতে মারাত্মক গরম! বৃষ্টি শুরু কবে? আবহাওয়ার বড় আপডেট

Last Updated:

Heatwave in Siliguri: শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গে প্রবল গরমে নাজেহাল মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: অসহ্য গরমে প্রাণ ওষ্ঠাগত উত্তরবঙ্গের মানুষের। মাত্র কিছুদিনের ব্যবধানের মধ্যেই উত্তরবঙ্গের আবহাওয়ার এতটা রদবদল হয়েছে, যে এখন এক পশলা মেঘ দেখার আশায় দিন গুনছে শহরবাসী। সাধারণত মে মাসে তাপমাত্রা বৃদ্ধি হয়েই থাকে। কিন্তু তার সঙ্গে মাঝেমধ্যে কালবৈশাখীরও দেখা মেলে। কিন্তু উত্তরবঙ্গে সমতল এলাকায় সে সব এখন দেখা পাওয়া দুষ্কর ।
শিলিগুড়িতে মারাত্মক গরম
শিলিগুড়িতে মারাত্মক গরম
advertisement

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের আবহাওয়ার এমন পরিবর্তনে ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবকেই দায়ী করছেন আবহবিদরা। কোনও ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সময় শক্তি সঞ্চয়ের জন্য আশপাশের যাবতীয় মেঘ ও জলীয় বাষ্প ‘চুরি’ করে নেয়। এক্ষেত্রেও তাই ঘটেছে বলে জানাচ্ছেন আবহবিদরা।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। গত পাঁচ বছরের মধ্যে ২০২১ সালের ২৫ মে ছিল উত্তরবঙ্গের উষ্ণতম দিন। সেই রেকর্ড । এদিন ভেঙে দিয়েছে বহু জায়গা। যেমন মে মাসে এতদিন শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা পৌঁছে গিয়েছে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে।

advertisement

View More

আরও পড়ুন: শো চলাকালীন এমন ‘অপমান’! কপিলকে চুমু দিতে হল রবিনার, দেখুন সেই ভিডিও

৩৭.২ ডিগ্রি সেলসিয়াসের পুরোনো রেকর্ড ভেঙে কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির তাপমাত্রা ছুঁয়েছে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, আগে এই শহরের রেকর্ড তাপমাত্র ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড ভেঙেছে শৈলশহর – দার্জিলিং। ২৩.৯ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে এদিন সেখানে পারদ সে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘আরও গ্রেফতার হবে’, ইডির দাবির পরই গুঞ্জন, ‘এবার কে?’ যা সামনে আসছে, কল্পনাতীত!

আবহাওয়া দফতর জানিয়েছে, যা গতিপ্রকৃতি, তাতে আবহাওয়ার চটজলদি পরিবর্তন হবে না। তবে মোকা স্থলভাগে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ার বদল ঘটবে বলে নিশ্চয়তা দিচ্ছেন আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

ওইদিন না হলেও সোমবার বৃষ্টির ফের দেখা মিলতে পারে। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, ‘ এই সপ্তাহের শেষেই বঙ্গোপসাগর থেকে এই অঞ্চলে ফের জলীয় বাষ্প ঢুকবে। ফলে উত্তরের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে বৃষ্টির পরিধি এবং ব্যাপ্তি নির্ভর করছে জলীয় বাষ্পের পরিমাণের ওপর।’ গত কয়েকদিনে যেভাবে পারদ চড়েছে তাতে অবশ্য বৃষ্টির পূর্বাভাসেই স্বস্তি খুঁজছেন উত্তরবঙ্গবাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Heatwave in Siliguri: পাহাড়ে ঠান্ডা অথচ শিলিগুড়িতে মারাত্মক গরম! বৃষ্টি শুরু কবে? আবহাওয়ার বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল