Viral Video: শো চলাকালীন এমন 'অপমান'! কপিলকে চুমু দিতে হল রবিনার, দেখুন সেই ভিডিও

Last Updated:

Viral Video: রবিনা ট্যান্ডন পুরনো ছবি 'আন্দাজ আপনা আপনা' নিয়ে স্মৃতিচারণ করেন। শুনেই স্তম্ভিত হয়ে যান কপিল শর্মা।

মুম্বই: দ্য কপিল শর্মা শো-তে কত কিছুই না হয়। তবে এবার যা হল তা একেবারেই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কপিল শর্মার অনবদ্য কমেডির জেরে কুপোকাত আট থেকে আশি। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের মনেও আলাদা করে জায়গা করে নিয়েছেন কপিল। সম্প্রতি কপিলের শো-তে অতিথি হয়ে এসেছিলেন রবিনা ট্যান্ডন, লেখিকা সুধা মূর্তি, ও অস্কারজয়ী প্রযোজক গুনিত মোঙ্গা। সেখানেই কাজের জীবন নিয়ে কথা বলছিলেন অতিথিরা।
রবিনা ট্যান্ডন পুরনো ছবি ‘আন্দাজ আপনা আপনা’ নিয়ে স্মৃতিচারণ করেন। সেখানে নানা কথার মাঝে নায়িকা বলেন, ‘কেন যে ওই ছবিটায় অমন কোঁকড়ানো চুল করেছিলাম কে জানে। পুরনো ছবিগুলো দেখলেই আমার এটা মনে হয়।’ এর পরেই কপিল বলেন, ‘সবারই পুরনো ছবি দেখলে এমনই মনে হয়, কেন এরকম করেছিলাম।’ এর প্রত্যুত্তরে রবিনা ফের কপিলকে বলেন, ‘তোমার তো এখনকার ছবি দেখলেও হয়তো এমন মনে হয়।’
advertisement
advertisement
advertisement

 
 
 
View this post on Instagram
 
 
 

A post shared by Raveena Tandon (@officialraveenatandon)

advertisement
এটা শুনেই স্তম্ভিত হয়ে যান কপিল শর্মা। কার্যত বাকরুদ্ধ কপিলকে সামাল দিতে রবিনা উঠে এসে কপিলের গালে চুমু এঁকে দেন। সকলেই সজোরে হেসে ওঠেন। কপিল ও রবিনা এবং উপস্থিত অন্য অতিথিরাও হাসিতে ফেটে পড়েন। কপিল ফের বলেন, ‘এমন অপমান করার পর এমন জিনিস পাওয়া গেলে আরও হোক এমন অপমান’। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
এ বছরই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বলিউডের মোহময়ী নায়িকা রবিনা ট্যান্ডন। ৯০-এর দশকে জনপ্রিয়তার শিখরে ছিলেন রবিনা। দীর্ঘদিন কাজ থেকে সরে গিয়ে ফের ফিরেছেন পর্দায়। অন্যদিকে, কপিল শর্মাও কমেডি শো-এর পাশাপাশি ছবি করছেন। শেষ তাঁকে দেখা গিয়েছে জুইগ্যাটো ছবিতে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: শো চলাকালীন এমন 'অপমান'! কপিলকে চুমু দিতে হল রবিনার, দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement