কলকাতা: কপিল শর্মা মানেই হাসি। কথায় কথায় নানা ধরনের মজার কথা বলে দর্শককে হাসাতে তিনি 'ওস্তাদ'। কিন্তু অভিনেতা কপিল যেন তাঁরই এই চরিত্রের একেবারে বিপরীত। সদ্য মুক্তি পেয়েছে কপিলের নতুন ছবি 'জুইগ্যাটো'-র ট্রেলার। আর সেই ট্রেলারে একেবারে ছাপোষা এক ডেলিভারি বয়ের চরিত্রে অভিনয় করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন কপিল। বুধবার ট্রেলার মুক্তির পর থেকেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অনুভূতির রোলারকোস্টারে বসে ছবি দেখার ইচ্ছে থাকলে এই ছবি আপনাকে দেখতেই হবে। আর তার আগে প্রায় আড়াই মিনিটের ট্রেলারে একেবারে সাধারণ মানুষের রূপে অসাধারণ অভিনয়ের প্রতিশ্রুতি দিয়েছেন কপিল ও ছবির অন্য অভিনেতারা। ট্রেলারে দেখা গিয়েছে, একজন অ্যাপ নির্ভর খাবার ডেলিভারি বয়, যে নিজের পরিবারের মুখে চার বেলা খাবার তুলে দেওয়ার জন্যে দিনরাত পরিশ্রম করে চলেছেন।
আরও পড়ুন: বয়স বাড়ছে যত, ততই সুন্দরী হচ্ছেন করিনা কাপুর খান! দেখুন ভাইরাল ছবি
আরও পড়ুন: 'এমন সাজ যে মুখ দেখাতে পারছে না', নায়িকাকে আক্রমণ নেটপাড়ায়!
ডেলিভারি করতে গিয়ে নিত্যদিন নানা সমস্যার মুখোমুখি হলেও কীভাবে তা কাটিয়ে ওঠেন সেই গল্পই 'জুইগাটো'-তে তুলে ধরেছেন পরিচালক নন্দিতা দাস। নিজের কৌতুক ঘরানা থেকে বেরিয়ে একেবারে ভিন্ন অবতারে ছবিতে নিজেকে তুলে ধরেছেন অভিনেতা কপিল শর্মা। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কপিল নিজেই বলেছেন, 'জীবনের অন্যতম সুযোগ' এই ছবি। কপিল শর্মার সঙ্গে এই ছবিতে দেখা যাবে সাহানা গোস্বামী, সায়নী গুপ্তাকেও। আগামী ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। 'জুইগ্যাটো' প্রযোজনা করেছে অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood Movie, Kapil Sharma