আরও পড়ুন: দিনের পর দিন মায়ের সঙ্গে অশ্লী*ল কাজ যুবকের! রাতে ছেলের ঘরে ঢুকে চরম শাস্তি দিলেন মা
শুধু দেবাশীষ কলোনিই নয়, শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকাতেও দেখা মিলেছে একই চিত্র। শিলিগুড়ি হাসপাতাল মোড়, জেলা হাসপাতালের পাশের রাস্তা, কলেজপাড়া, হায়দারপাড়া ও বাঘাযতীন পার্ক সংলগ্ন অংশ—সবখানেই জমে ওঠে বৃষ্টির জল। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে থাকায় রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সমস্যা নতুন নয়। কয়েক বছর ধরেই বর্ষাকালে প্রবল বৃষ্টি নামলেই এই এলাকাগুলিতে জল দাঁড়িয়ে যায়। আগে একাধিকবার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ ও বিক্ষোভ করেছেন। প্রশাসনের তরফে সমাধানের আশ্বাস মিললেও কার্যকর কোনো পদক্ষেপ এখনও দেখা যায়নি। ফলে বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।
বৃষ্টির সময় নিকাশি ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছে বলেই দাবি এলাকার মানুষের। অনেকে বলেছেন, “বর্ষার সময় এভাবে জল জমে গেলে বাড়ির বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ে। শিশুরা স্কুলে যেতে পারে না, ব্যবসায়ীরা দোকান খুলতে পারে না।”
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জলমগ্ন রাস্তাঘাট ও যানবাহনের ভিডিও। শহরের বাসিন্দারা প্রশ্ন তুলছেন—“বর্ষা তো এখনই শুরু হয়েছে, সামনে আরও কতবার এই দুর্ভোগের মুখে পড়তে হবে?”





