TRENDING:

North Bengal News: প্রবল বৃষ্টির জেরে সর্বনাশ! হাসপাতাল মোড় থেকে দেবাশিস কলোনি, বৃষ্টিতে ডুবল শিলিগুড়ি

Last Updated:

North Bengal News: বর্ষার মাঝামাঝি সময়ে মাত্র আধঘণ্টার বৃষ্টিতেই কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল শহরের একাধিক এলাকা। রবিবার বিকেলের প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি হাঁটু জলমগ্ন হয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আরও পড়ুন: দিনের পর দিন মায়ের সঙ্গে অশ্লী*ল কাজ যুবকের! রাতে ছেলের ঘরে ঢুকে চরম শাস্তি দিলেন মা

শুধু দেবাশীষ কলোনিই নয়, শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকাতেও দেখা মিলেছে একই চিত্র। শিলিগুড়ি হাসপাতাল মোড়, জেলা হাসপাতালের পাশের রাস্তা, কলেজপাড়া, হায়দারপাড়া ও বাঘাযতীন পার্ক সংলগ্ন অংশ—সবখানেই জমে ওঠে বৃষ্টির জল। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে থাকায় রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সমস্যা নতুন নয়। কয়েক বছর ধরেই বর্ষাকালে প্রবল বৃষ্টি নামলেই এই এলাকাগুলিতে জল দাঁড়িয়ে যায়। আগে একাধিকবার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ ও বিক্ষোভ করেছেন। প্রশাসনের তরফে সমাধানের আশ্বাস মিললেও কার্যকর কোনো পদক্ষেপ এখনও দেখা যায়নি। ফলে বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।

View More

আরও পড়ুন: ‘একটু পরেই নামব’, বলেছিলেন তরুণী! স্টেশন আসতেই আত্মীয়রা উঁকি দিলেন সিটে, পড়ে ব্যাগ, আর… ঘাম ছুটল সকলের

advertisement

বৃষ্টির সময় নিকাশি ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছে বলেই দাবি এলাকার মানুষের। অনেকে বলেছেন, “বর্ষার সময় এভাবে জল জমে গেলে বাড়ির বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ে। শিশুরা স্কুলে যেতে পারে না, ব্যবসায়ীরা দোকান খুলতে পারে না।”

সেরা ভিডিও

আরও দেখুন
আমঘাটা স্টেশন পরিদর্শনে রেলের ADRM, নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হবে রেল পরিষেবা?
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জলমগ্ন রাস্তাঘাট ও যানবাহনের ভিডিও। শহরের বাসিন্দারা প্রশ্ন তুলছেন—“বর্ষা তো এখনই শুরু হয়েছে, সামনে আরও কতবার এই দুর্ভোগের মুখে পড়তে হবে?”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal News: প্রবল বৃষ্টির জেরে সর্বনাশ! হাসপাতাল মোড় থেকে দেবাশিস কলোনি, বৃষ্টিতে ডুবল শিলিগুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল