Indian Railways: 'একটু পরেই নামব', বলেছিলেন তরুণী! স্টেশন আসতেই আত্মীয়রা উঁকি দিলেন সিটে, পড়ে ব্যাগ, আর... ঘাম ছুটল সকলের

Last Updated:
Indian Railways: ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর-বিলাসপুর নর্মদা এক্সপ্রেসে। জানা গিয়েছে ওই তরুণী সিভিল জজ হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
1/6
ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর-বিলাসপুর নর্মদা এক্সপ্রেসে। জানা গিয়েছে ওই তরুণী সিভিল জজ হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। Representative Image
ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর-বিলাসপুর নর্মদা এক্সপ্রেসে। জানা গিয়েছে ওই তরুণী সিভিল জজ হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। Representative Image
advertisement
2/6
২৮ বছর বয়সি ওই তরুণীর নাম অর্চনা তিওয়ারি। তিনি কাটনি স্টেশনে নামতে পারেননি, তার পরিবার তাকে খুঁজতে শুরু করে। পরে ওই তরুণীর ব্যাগ পরের স্টেশন উমারিয়াতে পাওয়া যায়, কিন্তু ওই তরুণীর খোঁজ পাওয়া যায়নি। Representative Image
২৮ বছর বয়সি ওই তরুণীর নাম অর্চনা তিওয়ারি। তিনি কাটনি স্টেশনে নামতে পারেননি, তার পরিবার তাকে খুঁজতে শুরু করে। পরে ওই তরুণীর ব্যাগ পরের স্টেশন উমারিয়াতে পাওয়া যায়, কিন্তু ওই তরুণীর খোঁজ পাওয়া যায়নি। Representative Image
advertisement
3/6
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কাটনি রেল পুলিশের সাব-ইন্সপেক্টর অনিল মারাবি বলেছেন, অর্চনা ইন্দোরের বাসিন্দা, তিনি বিচারক হওয়ার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ৭ অগাস্ট সকালে বি-৩ কোচে উঠেছিলেন কাটনি যাওয়ার জন্য। Representative Image
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কাটনি রেল পুলিশের সাব-ইন্সপেক্টর অনিল মারাবি বলেছেন, অর্চনা ইন্দোরের বাসিন্দা, তিনি বিচারক হওয়ার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ৭ অগাস্ট সকালে বি-৩ কোচে উঠেছিলেন কাটনি যাওয়ার জন্য। Representative Image
advertisement
4/6
তবে, ট্রেন Katni স্টেশনে পৌঁছনোর পর Archana নামেননি। ট্রেন স্টেশন ছাড়ার পর, তার পরিবারের সদস্যরা পরের স্টেশন উমারিয়াতে বসবাসকারী আত্মীয়দের জানায়। উমারিয়াতে ট্রেন থামলে আত্মীয়রা তার কোচে গিয়ে ওই তরুণীর ব্যাগ খুঁজে পেলেও, তিনি সেখানে ছিলেন না। Representative Image
তবে, ট্রেন Katni স্টেশনে পৌঁছনোর পর Archana নামেননি। ট্রেন স্টেশন ছাড়ার পর, তার পরিবারের সদস্যরা পরের স্টেশন উমারিয়াতে বসবাসকারী আত্মীয়দের জানায়। উমারিয়াতে ট্রেন থামলে আত্মীয়রা তার কোচে গিয়ে ওই তরুণীর ব্যাগ খুঁজে পেলেও, তিনি সেখানে ছিলেন না। Representative Image
advertisement
5/6
ঘটনাটি দেখে অর্চনার পরিবার তৎক্ষণাৎ কাটনি রেলওয়ে পুলিশকে জানায়। ওই তরুণীর সঙ্গে শেষ কথা হয়েছিল সকাল ১০টা ১৫ নাগাদ, তখন ট্রেনটি ভোপালের কাছে ছিল। কিছুক্ষণ পর, ওই তরুণীকে আর ফোনে পাওয়া যায়নি, ফোন বন্ধ বলছিল। Representative Image
ঘটনাটি দেখে অর্চনার পরিবার তৎক্ষণাৎ কাটনি রেলওয়ে পুলিশকে জানায়। ওই তরুণীর সঙ্গে শেষ কথা হয়েছিল সকাল ১০টা ১৫ নাগাদ, তখন ট্রেনটি ভোপালের কাছে ছিল। কিছুক্ষণ পর, ওই তরুণীকে আর ফোনে পাওয়া যায়নি, ফোন বন্ধ বলছিল। Representative Image
advertisement
6/6
প্রাথমিক তদন্ত অনুযায়ী, অর্চনাকে ভোপালের রানি কমলাপতি স্টেশনে দেখা গিয়েছিল। তবে, ভোপালের পর সহযাত্রীরা তাকে আর ট্রেনে দেখেননি। রেল পুলিশ সিসিটিভি ফুটেজ এবং মোবাইল লোকেশন থেকে সূত্র খুঁজছে। Representative Image
প্রাথমিক তদন্ত অনুযায়ী, অর্চনাকে ভোপালের রানি কমলাপতি স্টেশনে দেখা গিয়েছিল। তবে, ভোপালের পর সহযাত্রীরা তাকে আর ট্রেনে দেখেননি। রেল পুলিশ সিসিটিভি ফুটেজ এবং মোবাইল লোকেশন থেকে সূত্র খুঁজছে। Representative Image
advertisement
advertisement
advertisement