এই এলাকায় মদ্যপ অবস্থায় যুবকরা প্রায় ঝামেলাও করে। এদিন স্থানীয় পঞ্চায়েত সদস্যা কৃষ্ণ বসুমাতার নেতৃত্বে বেশ কয়েকজন বাসিন্দা এর বিরুদ্ধে অভিযানে নামে। এলাকার বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে মদের ঠেক ভাঙ্গা হয়। পঞ্চায়েত সদস্য ও এলাকাবাসীর অভিযোগ, এই এলাকার তিনটি বাড়িতে প্রায় এক বছর ধরে মদ তৈরি করে বিক্রি করা হচ্ছিল। এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। আগেই তাদেরকে ঠেক বন্ধ করার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা মানেননি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর থেকেই এলাকায় প্রায় প্রতিনিয়ত ঝামেলা হয়। এদিনও সেখানে ঝামেলা হয়।এদিন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে অভিযানে নামা হয়েছে বলে জানান পঞ্চায়েত সদস্য।ঘটনার খবর শুনে এলাকায় আসেন আবগারি দফতরের কর্মীরা। অভিযানে তিনটি বাড়ি থেকে প্রায় ২০০ লিটার দেশি মদ উদ্ধার করে নষ্ট করা হয়েছে।
Annanya Dey






