আরও পড়ুনঃ তেঁতুল বীজেই কি লুকিয়ে আছে বাতের ব্যথার প্রাকৃতিক ওষুধ? কী বলছে বিশেষজ্ঞরা
প্রায় ৪৭ বছর আগে সূচনাকালে পার্শ্ববর্তী কালিন্দ্রী নদীতে বিসর্জন করা হত মায়ের প্রতিমা। তবে বছরের পর বছর এক ফুট করে উচ্চতা বৃদ্ধি হওয়ায় বিগত ২৫ বছর থেকে মণ্ডপেই নিরঞ্জন করা হয় মায়ের প্রতিমা। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই মায়ের দর্শনে জেলা, রাজ্য সহ পার্শ্ববর্তী নেপাল দেশ থেকেও ভক্তরা ছুটে আসেন এই গ্রামে।
advertisement
উল্কা পুজো কমিটির সদস্য ইশান চৌধুরী জানান, “প্রতিবছরই বিশাল আকৃতির মায়ের প্রতিমা তৈরি করা হয়। প্রতিমার উচ্চতা বেশি থাকায় বিগত ২৫ বছর থেক মণ্ডপেই নিরঞ্জন করা হয় প্রতিমা। রীতি মেনে প্রথমে ১০০ লিটার দুধ ঢালা হয়। এবং এরপরে জল সেচন করে নিরঞ্জন করা হয় মায়ের প্রতিমা।”
শুধু তাই নয় পুজো উপলক্ষে সাত দিনব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশাল মেলা। এদিন প্রতিমা নিরঞ্জন দেখতে জেলা সহ ভিন জেলার বহু ভক্তরা ভিড় জমান। অভিনব এই প্রতিমা নিরঞ্জনে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।





