স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ভাঙনে তলিয়ে গিয়েছে ঘাট সংলগ্ন ১০ টি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ টি দোকান। গভীর রাতে ভাঙন শুরু হওয়ায় দোকানের কোন সামগ্রী বার করা সম্ভব হয়নি। ফলে সমস্ত কিছুই তলিয়ে গিয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ক্ষুদে ব্যবসায়ীরা। ভাঙন শুরু হতেই ইতিমধ্যে অন্যান্য ব্যবসায়ীরা তাদের দোকান ভাঙতে শুরু করেছেন। অন্যত্র সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু হয়েছে। ছোটন প্রামাণিক বলেন, ‘হঠাৎ ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে রয়েছে আমরা। দোকান চলে গিয়েছে এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। দোকান চালিয়ে আমরা সংসার চালাতাম।’
advertisement
আরও পড়ুন: এক চা বিক্রেতা পোষ মানিয়েছেন এমন প্রাণীকে, জানলে অবাক হবেন আপনিও
আরও পড়ুন: খাবারের নাম ‘ভাটের…’ তন্নতন্ন করে খুঁজলেও পাবেন না! আবার উপকার শুনলে লুফে নেবেন
প্রচুর পরিমাণে যাত্রী পারাপার করায় মানিকচক ঘাটে গঙ্গা নদীর পাড়ে অস্থায়ী বিভিন্ন দোকান রয়েছে। এই দোকান চালিয়ে রুজি রোজগার চালাতেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। কিন্তু এদিন রাতে হঠাৎ ভাঙন শুরু হয় আর তাতে তাদের দোকানপাট নদী গর্ভে তলিয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছেন তারা।
হরষিত সিংহ





