TRENDING:

Malda News: বর্ষা হলেও মানা যায়! শুকনো শুকনোতেই এত বড় ভাঙন গঙ্গায়! কেউ ভেবেই উঠতে পারছেন না

Last Updated:

মানিকচক গঙ্গা ঘাটে ব্যাপক ভাঙন। প্রায় ১০টি দোকান গঙ্গা গর্ভে তলিয়ে গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: আচমকা ভাঙন।‌ ভাঙনে গঙ্গায় তলিয়ে গেল পরপর সারিবদ্ধ দোকান। কেউ কিছু বোঝার আগেই মালদহের মানিকচক ঘাটে ব্যাপক গঙ্গার ভাঙন।‌ গঙ্গার জলস্তর এখন কমছে। জল কমতেই এবার মানিকচক গঙ্গা ঘাটের শুরু হল ভাঙন। গত দুই দিন ধরে মানিকচক ঘাটের প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে শুরু হয়েছে এই ভাঙন। মালদহের মানিকচক গঙ্গাঘাট দিয়ে ফেরি পারাপার হয়। ঝাড়খন্ডের সঙ্গে যোগাযোগ রয়েছে এই ঘাটের। নিয়মিত নৌকা ও লঞ্চে কয়েক হাজার যাত্রী থেকে গাড়ি পারাপার করে এই ফেরিঘাটে। এবার এই ঘাটেই শুরু হয়েছে ব্যাপক হারে ভাঙন। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। ঘাট চত্বরে নজরদারি শুরু হয়েছে পুলিশ প্রশাসনের। দোকান মালিক মমতাজ আলী বলেন, ‘রাত্রে দোকান গঙ্গায় তলিয়ে গেছে। দোকানে ফ্রিজ সহ নানা সামগ্রী ছিল। স্থানীয়রা আমাকে খবর দেয়। এসে দেখি দোকান চলে গিয়েছে।’
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ভাঙনে তলিয়ে গিয়েছে ঘাট সংলগ্ন ১০ টি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ টি দোকান। গভীর রাতে ভাঙন শুরু হওয়ায় দোকানের কোন সামগ্রী বার করা সম্ভব হয়নি। ফলে সমস্ত কিছুই তলিয়ে গিয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ক্ষুদে ব্যবসায়ীরা। ভাঙন শুরু হতেই ইতিমধ্যে অন্যান্য ব্যবসায়ীরা তাদের দোকান ভাঙতে শুরু করেছেন। অন্যত্র সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু হয়েছে। ছোটন প্রামাণিক বলেন, ‘হঠাৎ ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে রয়েছে আমরা। দোকান চলে গিয়েছে এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। দোকান চালিয়ে আমরা সংসার চালাতাম।’

advertisement

আরও পড়ুন: এক চা বিক্রেতা পোষ মানিয়েছেন এমন প্রাণীকে, জানলে অবাক হবেন আপনিও

আরও পড়ুন: খাবারের নাম ‘ভাটের…’ তন্নতন্ন করে খুঁজলেও পাবেন না! আবার উপকার শুনলে লুফে নেবেন

View More

প্রচুর পরিমাণে যাত্রী পারাপার করায় মানিকচক ঘাটে গঙ্গা নদীর পাড়ে অস্থায়ী বিভিন্ন দোকান রয়েছে। এই দোকান চালিয়ে রুজি রোজগার চালাতেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। কিন্তু এদিন রাতে হঠাৎ ভাঙন শুরু হয় আর তাতে তাদের দোকানপাট নদী গর্ভে তলিয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছেন তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিল্লিতে বিস্ফোরণের পর নাশকতার ছক এড়াতে প্রস্তুত আলিপুরদুয়ার পুলিশ! অসম সীমানায় কড়া চেকিং
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বর্ষা হলেও মানা যায়! শুকনো শুকনোতেই এত বড় ভাঙন গঙ্গায়! কেউ ভেবেই উঠতে পারছেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল