বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া হওয়ায় একসময় সাতকোদালি এলাকায় লাগাতার বুনো হাতির তাণ্ডব চলত। যার ফলে জমির ফসল, ঘরের ক্ষতির পাশাপাশি প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ। এরপর থেকেই সেখানকার মানুষদের ধারণা হাতির পুজো করলেই সমস্যার সমাধান মিলবে। বুনো হাতির তাণ্ডব থেকে নিষ্কৃতি পেতে গত ৩৩ বছর ধরে মহাকাল পুজোর আয়োজন করে আসছেন ফোস্কার ডাঙ্গা, বঞ্চুকামারি এবং দক্ষিণ সাত কোদালিসহ আশপাশের গ্রামের বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীদের মতে এরপর থেকেই ওই এলাকাগুলিতে হাতির তাণ্ডব অনেকটাই কমেছে। প্রতিবারের ন্যায় এবারও এই এলাকাগুলিতে মহাকাল পুজোর আয়োজন করছেন এলাকাবাসীরা। পুজোর পুরোহিতের মতে প্রতিবছর এই পুজোকে কেন্দ্র করে এলাকার হাজার হাজার মানুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। হাতির মূর্তি তৈরি করা হয়। সেই মূর্তিকে মহাকাল বাবা হিসেবে পুজো করেন। রীতিমত উপোস থেকে কলা দিয়ে পুজোর অর্ঘ্য দেন বাসিন্দারা।
Annanya Dey





