এই বিষয়টিকে রুখতে এবার সচেষ্ট হয়ে উঠেছে জেলা পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাই প্রতিদিন রাত ন’টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে অভিযান।
কোচবিহারের ডিএসপি ট্রাফিক মহাম্মদ কুতুবউদ্দিন খান জানান, রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে বহু দুর্ঘটনা ঘটে থাকে। আর দুর্ঘটনায় প্রাণ যায় বহু মানুষের। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। তাই জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। যেখানে রাতের অন্ধকারে চলাচলকারী গাড়িগুলিকে থামিয়ে চালকদের পরীক্ষা করা হবে।
advertisement
আরও পড়ুন- বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রাজ্যে,উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে কেমন আবহাওয়া?
আরও জানানো হয়েছে, যদি কোনও গাড়ির চালককে মদ্যপ অবস্থায় পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। তাই সকল গাড়ি কিংবা যানচালকদের উচিত মধ্যব্যবস্থায় গাড়ি না চালানো। এভাবে বহু প্রাণ বাঁচানো সম্ভব হবে।”
কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকার ট্রাফিক সাব-ইন্সপেক্টর দধীরাম বর্মন জানান, কিছুদিন আগেই কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন- বারবার মেয়ে, ছোট মেয়েকে নৃশংসভাবে খুন! মায়ের অভিযোগে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
রাতের চলাচলকারী এক গাড়ি চালক দীপঙ্কর সরকার জানান, রাতে বেশিরভাগ চালকই মদ্যপ অবস্থায় থাকে। ফলে বহু সড়ক দুর্ঘটনা ঘটে। তাই জেলা পুলিশের এই অভিযান সত্যিই গুরুত্বপূর্ণ। আগামী দিনেও এই ধরনের অভিযান চালিয়ে যাক জেলা পুলিশ, এমনটাই প্রত্যাশা করছি।
এই অভিযানের ফলে রাতের সড়ক দুর্ঘটনা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সাধারণ মানুষ। এছাড়া রাতে চলাচলকারী মানুষেরা কিছুটা হলেও নিরাপদ মনে করছেন নিজেদের। জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ক্রমাগত চলতে থাকুক এমনটাই জানাচ্ছেন কোচবিহার জেলার বাসিন্দারা।
Sarthak Pandit