TRENDING:

বসতি এলাকার লজে একী কাণ্ড! গাড়িতে ভুয়ো 'প্রেস' স্টিকার লাগিয়ে চলত...! শিক্ষকের কুকীর্তি ফাঁস হতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা

Last Updated:

South Dinajpur News: স্থানীয়রা জানিয়েছেন, বহুদিন ধরেই ওই লজে সন্দেহজনক যাতায়াত দেখে সকলে প্রতিবাদ করেছিলেন। কিন্তু হোটেল মালিক কখনও কর্ণপাত করেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ শিক্ষক পরিচয়ের আড়ালে লুকিয়ে চলছিল মারাত্মক কারবার! একদিকে স্কুলের ব্ল‍্যাকবোর্ডে শিক্ষার পাঠ, অন্যদিকে নিজের লজে রমরমিয়ে মধুচক্রের আসর চালাচ্ছিলেন বলে অভিযোগ। বালুরঘাট শহরের টাউন ক্লাব মাঠ সংলগ্ন একটি বেসরকারি লজে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
'আসল' কথা ফাঁস হতেই লজে ভাঙচুর চালানো হয়
'আসল' কথা ফাঁস হতেই লজে ভাঙচুর চালানো হয়
advertisement

ওই লজে যাতায়াতের জন্য ব্যবহার হত মালিকের ভুয়ো ‘প্রেস’ স্টিকার লাগানো গাড়ি, যাতে নির্ভয়ে, সহজেই পুলিশের চোখে ধুলো দেওয়া যায়। এদিন মধুচক্রের অভিযোগে দু’জনকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ। অভিযোগ, শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা এক শিক্ষক দীর্ঘদিন ধরে ওই লজে মধুচক্র চালাচ্ছিলেন। বাইরে থেকে মহিলাদের এনে রাতভর চলত মধুচক্রের আসর।

advertisement

আরও পড়ুনঃ মেলা দেখতে যাওয়াই কাল হল! ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু, গুরুতর আহত ১

স্থানীয়রা জানিয়েছেন, বহুদিন ধরেই সন্দেহজনক যাতায়াত দেখে সকলেই প্রতিবাদ করেছিলেন। কিন্তু হোটেল মালিক কখনও কর্ণপাত করেননি। তবে এদিন হঠাৎ এক মহিলা ও পুরুষকে ঘিরে ধরেন এলাকাবাসী। সন্দেহের ভিত্তিতে থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে আটক করে পুলিশ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। লজে বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হয়। দরজা-জানলা, কাচ-আসবাব সব কিছুই ভেঙে চুরমার হয়ে যায়।

advertisement

View More

এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, “দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” প্রত্যক্ষদর্শীদের মতে, শহরের পাড়ার মধ্যেই ওই লজ। পাশে রয়েছে অনেক বাড়ি। দীর্ঘদিন ধরেই সেখানে মধুচক্রের কারবার চলছে। এই নিয়ে হোটেল মালিককে একাধিকবার সতর্কও করেছেন প্রতিবেশীরা। কিন্তু তারপরেও এসব রমরমিয়ে চলছিল। এদিন হাতেনাতে পাকড়াও করা হয়েছে। পুলিশ তাঁদের ধরে নিয়ে গিয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এদিকে শিক্ষক পরিচয়ের আড়ালে এমন কুকীর্তি ফাঁস হতেই বালুরঘাটে নিন্দার ঝড় উঠেছে। এখন প্রশ্ন একটাই, যিনি শিক্ষার আলো ছড়াবেন, তিনিই যদি অন্ধকারের কারবারে জড়িয়ে পড়েন তাহলে সমাজের ভবিষ্যৎ কোথায়?

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বসতি এলাকার লজে একী কাণ্ড! গাড়িতে ভুয়ো 'প্রেস' স্টিকার লাগিয়ে চলত...! শিক্ষকের কুকীর্তি ফাঁস হতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল