নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের নিউখুনিয়া বস্তিতে বুনো হাতির হামলায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। হাহাকার পরিবারে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সঠিক কাগজ এবং সঠিক নথি দিয়ে বনদফতরের সঙ্গে যোগাযোগ করলে মিলবে চাকরি কিন্তু পরিজন হারানোর ক্ষত মিটবে না।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শম্ভু মঙ্গর, বয়স ৫০ বছর। জানা যাচ্ছে, এদিন সকালে তিনি পাশের জমিতে নিজের গরুকে খুঁজতে গিয়েছিলেন। আর সেই সময় ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা একটি হাতির এগিয়ে এল যমদূত হয়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চোখের সামনে মৃত্যু। হাতিটি তাকে শুঁড় দিয়ে শূন্যে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ এবং খুনিয়া স্কোয়াড এবং চালসা রেঞ্জের বন কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।






