ট্রেনযাত্রীদের জন্য বড় দুঃসংবাদ! আগামী সোমবার থেকেই বিধাননগর স্টেশনে আর থামবে না এই ট্রেনগুলি! বড় সিদ্ধান্ত রেলের! জেনে নিন...

Last Updated:
বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
1/7
 বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
advertisement
2/7
*ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের দীর্ঘতম ট্রেন যাত্রার সঙ্গে বেশিরভাগ মানুষই পরিচিত। বিবেক এক্সপ্রেস ৪,২৭৩ কিলোমিটার দীর্ঘ এই পথটি ৮০ ঘণ্টা ১৫ মিনিটে অতিক্রম করে। পথে, ট্রেনটি ন'টি রাজ্যের মধ্য দিয়ে যায় এবং প্রায় ৫৫ স্টেশনে থামে। তবে, বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রার কথা বলতে গেলে, অভিজ্ঞতাটি সত্যিই অনন্য। 
ভারতীয় রেলের পক্ষ থেকে জানা গিয়েছে ২৭.১০.২০২৫ থেকে বিধাননগর রোডে চারটি জোড়া মেল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে:
advertisement
3/7
উৎসবের মরশুম চলছে! দুর্গাপুজো, লক্ষীপুজো শেষে এখন দীপাবলি, ছট, ভাইফোঁটা! অনেকেই বাইরে বেড়াতে যাচ্ছেন, অনেকে আবার ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছেন। ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়, স্টেশনে যাত্রীদের ঢল নেমেছে! এই পরিস্থিতিতে সবওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর রেল! প্রতিনিয়ত ট্রেন ও স্টেশন জুড়ে চলছে তল্লাশি, চেকিং! আর সদ্য তল্লাশি চলাকালীনই এমন এক ঘটনার সম্মুখীন হল আরপিএফ জওয়ানরা, শুনলে রাতের ঘুম উড়বে! ঠিক কী হয়েছিল?
২৭.১০.২০২৫ তারিখে রওনা হওয়া ১৩১৫৩ শিয়ালদহ – মালদা টাউন গৌড় এক্সপ্রেস বিধাননগর স্টেশনে থামবে না।
advertisement
4/7
আসলে যা দেখা গেল তা যে আপনি প্রথমবার দেখছেন তা হয়ত মনে হবে না। কারণ এমন দৃশ্য প্রায়ই দেখা যায় ট্রেন স্টেশনগুলোতে। ট্রেন ধরার জন্য ট্রেনের পিছন পিছন ছুটতে থাকেন মানুষ।
২৬.১০.২০২৫ তারিখে রওনা হওয়া ১৩১৫৪ মালদা টাউন – শিয়ালদহ গৌড় এক্সপ্রেস বিধাননগর স্টেশনে থামবে না।২৭.১০.২০২৫ তারিখে রওনা হওয়া ১৩১৪৭ শিয়ালদহ – বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসবিধাননগর স্টেশনে থামবে না
advertisement
5/7
একই সঙ্গে ট্রেনে বাদুড় ঝোলার পরিস্থিতি উৎসবের মরশুমে সামাল দিতেই ভারতীয় রেলের বড়সড় পদক্ষেপ ৷ প্রতীকী ছবি ৷
২৬.১০.২০২৫ তারিখে রওনা হওয়া ১৩১৪৮ বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসবিধাননগর স্টেশনে থামবে না২৭.১০.২০২৫ তারিখে রওনা হওয়া ১৩১৪৯ শিয়ালদহ - আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিধাননগর স্টেশনে থামবে না
advertisement
6/7
ফাঁকাতে হালকাতে পুজোর আনন্দ নিতে পারবে, বিশেষত যাঁরা দুর্গাপুজো উদযাপন করছেন তাঁদের জন্য আরও বিরাট খবর আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
২৬.১০.২০২৫ তারিখে রওনা হওয়া ১৩১৫০ আলিপুরদুয়ার - শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বিধাননগর স্টেশনে থামবে না২৬.১০.২০২৫ তারিখে রওনা হওয়া ১৩১৮৫ শিয়ালদহ - জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস, বিধাননগর স্টেশনে থামবে না
advertisement
7/7
কড়া প্রতিক্রিয়া না দিয়ে, টিটিই হাসতে থাকেন এবং কার্ডটি পরীক্ষা করেন। পরে কোনও কড়া কথা না বলে বৃদ্ধাকে সাধারণ কয়েকটি প্রশ্ন করেন টিটিই। মহিলা সেই সময়ে ভয় পেলেও, টিটিই শান্তভাবে তাকে আধার কার্ড রেখে দিতে বলেন তবুও বৃ্দ্ধাকে সেই আসন থেকে সরে আসতে বলেননি।  Representative Image
২৬.১০.২০২৫ তারিখে রওনা হওয়া ১৩১৮৬ জয়নগর - শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস, বিধাননগর স্টেশনে থামবে না
advertisement
advertisement
advertisement