Alipurduar: ডুয়ার্সবাসীর জন্য দারুণ সুখবর! পুরুলিয়ার ছৌ নাচ এবার আলিপুরদুয়ারে, কোথায়, কীভাবে দেখবেন জানুন, এই সুযোগ বার বার আসবে না

Last Updated:

Chhau Dance in Alipurduar: পুরুলিয়ার ছৌ নাচ এবার পাহাড়ে বসে দেখার সুযোগ। আলিপুরদুয়ার-সহ ডুয়ার্সবাসীর জন্য দারুণ আয়োজন। আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জে কালীপুজোর মেলার এবারের আকর্ষণ ছৌ নৃত্য। পুরুলিয়া থেকে শিল্পীরা এসে দেখাচ্ছেন নাচ।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার ছৌ নৃত্য এবার আলিপুরদুয়ারে

কালচিনি, অনন্যা দে: মাত্র ১৫ দিনের জন্য পুরুলিয়ার ছৌ নাচ কালচিনির চা বাগান এলাকায় দেখার সুযোগ পাবেন আলিপুরদুয়ার-সহ ডুয়ার্সবাসী। এক টুকরো পুরুলিয়া দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জে। এবার হ্যামিল্টনগঞ্জ কালীপুজোর মেলার আকর্ষণ ছৌ নৃত্য। পুরুলিয়ার শিল্পীরা এসে দেখাচ্ছেন এই নাচ।
পুরুলিয়ার এই নৃত্যশৈলীর নাম রয়েছে জগৎজোড়া। এই নৃত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি হল এটি একটি ঐতিহ্যবাহী মুখোশ-ভিত্তিক নৃত্যনাট্য। যেখানে মহাকাব্য ও লোককাহিনীর কাহিনী তুলে ধরা হয়। নাচের মধ্যে শারীরিক কসরত ও বিচিত্র অঙ্গভঙ্গী থাকে এবং এটি মূলত পুরুলিয়া, ঝাড়খণ্ড ও ওড়িশা অঞ্চলে প্রচলিত।
আরও পড়ুনঃ বাইকের গতি কাড়ল জীবন বাতি! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, ছিটকে পড়লেন যুবক, চোখের সামনে মর্মান্তিক মৃত্যু
পুরুলিয়া ও সেরাইকেলা শৈলীতে মুখোশ ব্যবহার করা হয়। যা নাচের একটি অবিচ্ছেদ্য অংশ। ছৌ নৃত্য মূলত ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উৎসবগুলিতে করা হয়। বিশেষ করে চৈত্র পর্বের বসন্ত উৎসবে, যেখানে সমগ্র সম্প্রদায় অংশগ্রহণ করে। সূর্য উৎসবের সময়, পুরুলিয়ায় ছৌ নৃত্য পরিবেশিত হয়। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া অঞ্চলের শিল্পীরা পরিবেশন করেন। ছৌ নৃত্যের দুটি মুখোশধারী শৈলী নৃত্য এবং মার্শাল আর্টের বিভিন্ন রূপকে একত্রিত করে, যার মধ্যে রয়েছে নকল যুদ্ধ কৌশল যাকে খেলা বলা হয়। স্টাইলাইজড পাখি এবং প্রাণীর চালচলন যাকে চালি এবং তোপকা বলা হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুষ নৃত্যশিল্পীরা রাতে আখড়া বা আসর নাময় একটি খোলা স্থানে নৃত্য পরিবেশন করেন।
ছৌ নৃত্য শিল্পী ফাল্গুনী রায় জানান, “ডুয়ার্সে এই প্রথমবার নৃত্য দেখানোর সৌভাগ্য হয়েছে আমাদের। বিকেল পাঁচটা থেকে শুরু হবে এই শো। মানুষ যতক্ষণ দেখতে চাইবেন ততক্ষণ দেখানো হবে। থাকছে ১০০ টাকা টিকিটের ব্যবস্থা।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar: ডুয়ার্সবাসীর জন্য দারুণ সুখবর! পুরুলিয়ার ছৌ নাচ এবার আলিপুরদুয়ারে, কোথায়, কীভাবে দেখবেন জানুন, এই সুযোগ বার বার আসবে না
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement