Bangla News: বারবার মেয়ে, ছোট মেয়েকে নৃশংসভাবে খুন! মায়ের অভিযোগে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: ২০২১ সালের ৯ অক্টোবর বাঁকুড়ার ছাতনা থানার তুলসা গ্রামের অশিনাথ সরেন তার স্ত্রী সোহাগী সোরেনের অনুপস্থিতির সুযোগে মাত্র ১৬ দিন বয়সী কন্যা সন্তানকে কুয়োয় ফেলে খুন করে।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: মাত্র ১৬ দিনের কন্যা সন্তানকে কুয়োয় ফেলে খুন করার অভিযোগে অশিনাথ সরেন নামে এক বাবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত।
২০২১ সালের ৯ অক্টোবর বাঁকুড়ার ছাতনা থানার তুলসা গ্রামের অশিনাথ সরেন তার স্ত্রী সোহাগী সোরেনের অনুপস্থিতির সুযোগে মাত্র ১৬ দিন বয়সী কন্যা সন্তানকে কুয়োয় ফেলে খুন করে। পরে প্রমাণ লোপাটের জন্য ধান জমিতে ওই মৃতদেহ পুঁতে ফেলে। পরে তার স্ত্রী বাড়িতে এসে কন্যা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করলে তাকেও বাড়িতে আটকে রাখা হয়।
advertisement
advertisement
সাত দিন পরে ওই গৃহবধূ সোহাগী সরেন কোনও রকমে বাপের বাড়িতে খবর দিলে লোকজন গ্রামে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই অবস্থায় ১৮ অক্টোবর ছাতনা থানায় শিশু খুনের অভিযোগ করেন মা সোহাগী সরেন। ওইদিনই পুলিশ অভিযুক্ত বাবা অশিনাথ সরেনকে গ্রেফতার করে।
advertisement
পরবর্তী পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে অভিযুক্ত।
অবশেষে প্রায় আড়াই বছর পর ১৬ জন সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বাঁকুড়া জেলা আদালতের বিচারক অভিযুক্ত অশিনাথ সোরেনকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ’মাসের জেল ও ২০১ ধারায় ৫ বছরের জেল ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন জেলা জজ মনোজজ্যোতি ভট্টাচার্য। পর পর দুই কন্যা সন্তান হওয়ার জন্যই এই খুন প্রমাণিত সরকারী আইনজীবীর বয়ানে। এই রায়ে খুশী মৃত কন্যা সন্তানের মা সোহাগী সরেন সহ আত্মীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 3:07 PM IST