চন্দননগরের মতোই কৃষ্ণনগরেও এই বারোয়ারিতে শুরু হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী পুজো, হবে চার দিন ধরেই!
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Jagadhatri Puja: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, দীপাবলি, ভাইফোঁটার রেশ কাটতে না-কাটতেই শুরু বাঙালির আরও এক আবেগের উৎসব, জগদ্ধাত্রী পুজো। আর রাজ্যের কৃষ্ণনগর এবং চন্দননগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো।
advertisement
advertisement
রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুজো চলে আসছে। রাজ্যের নদিয়া জেলার কৃষ্ণনগর এবং হুগলি জেলার চন্দননগরেই সাধারণত জগদ্ধাত্রী পুজো করা হয়। তবে বর্তমানে প্রায় সমস্ত জেলাতেই ছোট, বড় আকারে জগদ্ধাত্রী পুজো করা হয়ে থাকে। সাধারণত চন্দননগরের চার দিনব্যাপী জগদ্ধাত্রী পুজো হলেও কৃষ্ণনগরে করা হয়ে থাকে একদিনই। তবে ব্যতিক্রম নুড়িপাড়া বারোয়ারির চারদিনি মা।
advertisement
advertisement
advertisement









