TRENDING:

Post Office Service Disrupted: এক আধ দিন হলে হয়, তাই বলে ৪৩ দিন! পোস্ট অফিসে জিজ্ঞেস করলে বলে 'লিঙ্ক নেই'!

Last Updated:

৪৩ দিন ধরে বন্ধ পোস্ট অফিসের পরিষেবা, সমস্যায় গ্রাহকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বজ্রপাতই বন্ধ করে দিল গোটা পরিষেবা! দীর্ঘদিন ধরে বন্ধ জরুরী এই পরিষেবা! নাকাল অবস্থা গ্রাহকদের। ৪৩ দিন ধরে পরিষেবা বন্ধ, চরম ভোগান্তিতে ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের গ্রাহকেরা। একটি বজ্রপাত বদলে দিল হাজার মানুষের দৈনন্দিন জীবন। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় সাব পোস্ট অফিসে ৪৩ দিন ধরে বন্ধ রয়েছে সমস্ত অনলাইন পরিষেবা। রাউটারসহ ইন্টারনেট-নির্ভর যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে ডাকঘর। ফলে এলাকাবাসী ও চা বাগানের প্রায় আট হাজার গ্রাহক প্রতিদিন এসে হতাশ হয়ে ফিরছেন।
advertisement

সাব পোস্ট মাস্টার পবন কুমার রজক স্বীকার করেছেন, “৪৩ দিন ধরে পরিষেবা বিঘ্নিত। গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিকল্প হিসেবে গভ ইঞ্জিনিয়ারিং কলেজের পোস্ট অফিসে পাঠানো হচ্ছে। কিন্তু সেটি সবার পক্ষে সম্ভব নয়।”

আরও পড়ুন: স্কুলের পিছু ছাড়ছে না হাতি! ১০ মাসে ৪ বার হানা দিল একই স্কুলে, আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা

advertisement

এই পোস্ট অফিসের উপর নির্ভরশীল ডেঙ্গুয়াঝাড়, আশপাশের চা বাগান এবং পাতকাটা পঞ্চায়েত এলাকার বহু মানুষ, বিশেষ করে শ্রমজীবী শ্রেণি। তারা এই ডাকঘরের মাধ্যমে রোজগারের টাকা জমা রাখেন ও প্রয়োজন পড়লে তুলেও নেন। এখন সেই সুযোগ হারিয়ে আর্থিক দুরবস্থায় পড়েছেন অনেকেই।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

স্থানীয় বাসিন্দা তুষার সেন জানালেন, “গত এক সপ্তাহ ধরে ঘুরছি। রেকারিং ডিপোজিটের টাকা ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু প্রয়োজনের সময়েও তা তুলতে পারছি না।” এদিকে ডাক বিভাগের উচ্চ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি। ইন্টারনেট সংযোগ কবে ফিরবে, তাও কেউ স্পষ্ট করে জানাতে পারছেন না। প্রযুক্তির উপর অতিনির্ভরশীল এই পরিকাঠামো প্রশ্ন তুলছে গ্রামীণ ডাক পরিষেবার প্রস্তুতি ও বিকল্প ব্যবস্থার অভাব নিয়েও। স্বাভাবিক পরিষেবা ফিরুক—এই প্রার্থনাতেই দিন গুনছেন ডেঙ্গুয়াঝাড়ের সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Post Office Service Disrupted: এক আধ দিন হলে হয়, তাই বলে ৪৩ দিন! পোস্ট অফিসে জিজ্ঞেস করলে বলে 'লিঙ্ক নেই'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল