Jalpaiguri News: স্কুলের পিছু ছাড়ছে না হাতি! ১০ মাসে ৪ বার হানা দিল একই স্কুলে, আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
একই স্কুলে এই নিয়ে চতুর্থ বার হামলা! কেন বারবার এক স্কুলেই নজর?
জলপাইগুড়ি: একই স্কুলে এই নিয়ে চতুর্থ বার হামলা! কেন বারবার এক স্কুলেই নজর? এদের হামলায় ভয়ে কুকড়ে স্কুলের ক্ষুদে পড়ুয়া সহ অভিভাবকরাও। বুনো হাতির হানায় নাগরাকাটার টিজি থ্রি প্রাথমিক স্কুলে চরম অনিশ্চয়তায় ২২০ পড়ুয়ার ভবিষ্যৎ। এদিন ফের ভয়াবহ হাতির হামলায় ক্ষতবিক্ষত হল বামনডাঙ্গা চা বাগানের টন্ডু টিজি থ্রি প্রাথমিক স্কুল।
সূত্রের খবর, সোমবার গভীর রাতে দুটি শাবক সহ পাঁচটি বুনো হাতির দল তাণ্ডব চালায় স্কুল চত্বরে। শ্রেণিকক্ষ, অফিস ঘর, স্টোর রুম—কিছুই রেহাই পায়নি। মিড-ডে মিলের বাসন, বইখাতা, ছাত্রছাত্রীদের জুতো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে গোটা স্কুল চত্বরে। গত ১০ মাসে এই নিয়ে চতুর্থবার এই স্কুলে হাতির হানা।
আরও পড়ুন: প্রতিদিন ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে স্বপ্নের পিচে! সোনাইয়ের সফটবলের মাঠ জয়ের আবাক করা গল্প
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক বলেন, “প্রতিবারই নিজেরাই সামলে উঠেছি, কিন্তু আর পারছি না। স্কুল তহবিল নিঃশেষ। এবার যদি সরকার হস্তক্ষেপ না করে, তা হলে হয়ত স্কুলটাই উঠে যাবে।” এই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে চা বাগানের ২২০ জন শ্রমিক পরিবারের সন্তান। গরমের ছুটি শেষে স্কুল খুললেও এখন কীভাবে ক্লাস চালানো হবে, তা নিয়েই চিন্তায় শিক্ষকমহল। পড়ুয়াদের ভবিষ্যৎ যেন অন্ধকারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকদের স্পষ্ট দাবি, “এভাবে চলতে পারে না। বন দফতর অবিলম্বে স্থায়ী সমাধান করুক। সীমানা প্রাচীর বানানো হোক, হাতির গতিবিধি আটকাতে ব্যবস্থা নেওয়া হোক।” বন দফতর সূত্রে খবর, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। তবে এখনই স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গড়ে না তুললে স্কুলের অস্তিত্ব রক্ষা করা দুঃসাধ্য হয়ে উঠবে বলেই আশঙ্কা এলাকাবাসীর। গ্রামের কচিকাঁচা পড়ুয়ারা বইয়ের বদলে হাতির ভয় নিয়ে বড় হচ্ছে—এ দৃশ্য কি আর কতদিন চলবে? প্রশ্ন ঘুরছে নাগরাকাটার আকাশে-বাতাসে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 27, 2025 3:59 PM IST

