Jalpaiguri News: স্কুলের পিছু ছাড়ছে না হাতি! ১০ মাসে ৪ বার হানা দিল একই স্কুলে, আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা

Last Updated:

একই স্কুলে এই নিয়ে চতুর্থ বার হামলা! কেন বারবার এক স্কুলেই নজর?

প্রাথমিক বিদ্যালয় বুনো হাতির আক্রমণ
প্রাথমিক বিদ্যালয় বুনো হাতির আক্রমণ
জলপাইগুড়ি: একই স্কুলে এই নিয়ে চতুর্থ বার হামলা! কেন বারবার এক স্কুলেই নজর? এদের হামলায় ভয়ে কুকড়ে স্কুলের ক্ষুদে পড়ুয়া সহ অভিভাবকরাও। বুনো হাতির হানায় নাগরাকাটার টিজি থ্রি প্রাথমিক স্কুলে চরম অনিশ্চয়তায় ২২০ পড়ুয়ার ভবিষ্যৎ। এদিন ফের ভয়াবহ হাতির হামলায় ক্ষতবিক্ষত হল বামনডাঙ্গা চা বাগানের টন্ডু টিজি থ্রি প্রাথমিক স্কুল।
সূত্রের খবর, সোমবার গভীর রাতে দুটি শাবক সহ পাঁচটি বুনো হাতির দল তাণ্ডব চালায় স্কুল চত্বরে। শ্রেণিকক্ষ, অফিস ঘর, স্টোর রুম—কিছুই রেহাই পায়নি। মিড-ডে মিলের বাসন, বইখাতা, ছাত্রছাত্রীদের জুতো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে গোটা স্কুল চত্বরে। গত ১০ মাসে এই নিয়ে চতুর্থবার এই স্কুলে হাতির হানা।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক বলেন, “প্রতিবারই নিজেরাই সামলে উঠেছি, কিন্তু আর পারছি না। স্কুল তহবিল নিঃশেষ। এবার যদি সরকার হস্তক্ষেপ না করে, তা হলে হয়ত স্কুলটাই উঠে যাবে।” এই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে চা বাগানের ২২০ জন শ্রমিক পরিবারের সন্তান। গরমের ছুটি শেষে স্কুল খুললেও এখন কীভাবে ক্লাস চালানো হবে, তা নিয়েই চিন্তায় শিক্ষকমহল। পড়ুয়াদের ভবিষ্যৎ যেন অন্ধকারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকদের স্পষ্ট দাবি, “এভাবে চলতে পারে না। বন দফতর অবিলম্বে স্থায়ী সমাধান করুক। সীমানা প্রাচীর বানানো হোক, হাতির গতিবিধি আটকাতে ব্যবস্থা নেওয়া হোক।” বন দফতর সূত্রে খবর, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। তবে এখনই স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গড়ে না তুললে স্কুলের অস্তিত্ব রক্ষা করা দুঃসাধ্য হয়ে উঠবে বলেই আশঙ্কা এলাকাবাসীর। গ্রামের কচিকাঁচা পড়ুয়ারা বইয়ের বদলে হাতির ভয় নিয়ে বড় হচ্ছে—এ দৃশ্য কি আর কতদিন চলবে? প্রশ্ন ঘুরছে নাগরাকাটার আকাশে-বাতাসে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: স্কুলের পিছু ছাড়ছে না হাতি! ১০ মাসে ৪ বার হানা দিল একই স্কুলে, আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement