Softball player Sonai: প্রতিদিন ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে স্বপ্নের পিচে! সোনাইয়ের সফটবলের মাঠ জয়ের আবাক করা গল্প
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
অদম্য মেয়ের জেদ। প্রতিদিন ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে সফটবলের স্বপ্ন বুনছেন সোনাই।
জলপাইগুড়ি: অদম্য মেয়ের জেদ! প্রতিদিন ৪০ কিমি সাইকেল চালিয়ে সফটবলের স্বপ্ন বুনছেন সোনাই। জলপাইগুড়ির সোনাই রায় প্রতিদিন ধাপগঞ্জ থেকে প্রায় ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে সফটবলের প্রশিক্ষণ নিতে যান তিনি। দারিদ্র্য তাঁকে পিছনে টানতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে তাঁর ইচ্ছাশক্তিকে। সোনাই এখন একজন দক্ষ পিচার।
ইতিমধ্যেই মুম্বই সহ দেশের বিভিন্ন শহরে সফটবল খেলতে গিয়ে সাফল্য অর্জন করেছেন তিনি। একবার চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলেন মাত্র দুই হাজার টাকা। এই সামান্য প্রাপ্তিতেও খুশি সোনাই, কারণ প্রতিটি অর্জনই তাঁকে নতুন জেদে পথ চলতে সাহায্য করে।এবার উচ্চমাধ্যমিক পাস করেছেন তিনি। ইচ্ছে, কল্যাণীর কোনও কলেজে ভর্তি হয়ে খেলা ও পড়াশোনাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া।
advertisement
advertisement
সেখানে সফটবলের উন্নত প্রশিক্ষণের সুযোগ আছে।তাঁর মা মঞ্জু রায় পরিচারিকার কাজ করেন। খেলার সরঞ্জাম কেনা কিংবা প্রতিদিনের যাতায়াত সবটাই এক বিশাল চ্যালেঞ্জ তাঁদের কাছে। তবু হাল ছাড়েননি মা-মেয়ে কেউই।সোনাই বলেন, “খেলা আর পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা খুব দরকার। সরকার কিংবা কোনও বেসরকারি সংস্থা যদি পাশে দাঁড়ায়, তাহলে অনেকটাই সুবিধা হবে।” এমন লড়াকু মেয়ের পাশে দাঁড়ানো কি সময়ের দাবি নয়? সোনাইয়ের স্বপ্ন শুধু তাঁর নয় এ সমাজেরও, যে সমাজ এখনও প্রতিভার কদর করে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 5:23 PM IST








