Whistling Sound From Bush: ঝোপের আড়ালে ফোঁসফোঁস শব্দ! কালো কুচকুচে আতঙ্ক, সকলে ত্রাহি ত্রাহি রব
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Whistling Sound From Bush: জঙ্গলের আড়ালে লুকিয়ে কালো কুচকুচে আতঙ্ক! ফোঁসফোঁস শব্দ করে মাথা তুলে উঁকি মারছে কে? সামনে যেতেই মাথায় হাত এলাকাবাসীর। চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে।
জলপাইগুড়ি: জঙ্গলের আড়ালে লুকিয়ে কালো কুচকুচে আতঙ্ক! ফোঁসফোঁস শব্দ করে মাথা তুলে উঁকি মারছে কে? সামনে যেতেই মাথায় হাত এলাকাবাসীর। চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। রামসাইয়ের আশপাশ এলাকা ঘন জঙ্গলে। গা ছমছমে পরিবেশে , ঝোপের আড়ালে ফোঁসফোঁস শব্দ ১২ ফুট লম্বা কিং কোবরার। বনদফতরের তৎপরতায় উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হল সাপের৷ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই শিবগাড়া এলাকায় চাঞ্চল্য ছড়াল এক বিশালাকৃতির সাপ উদ্ধারে। স্থানীয়দের চোখে পড়ে প্রায় ১২ ফুট লম্বা একটি কিং কোবরা। আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বনদফতরের দ্রুত পদক্ষেপে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামসাই রেঞ্জের বনদফতরের মোবাইল স্কোয়াড। তাঁদের সঙ্গে ছিল পরিবেশপ্রেমী সংগঠন পি.পি.এস. (PPS)-এর সদস্যরাও। যৌথ উদ্যোগে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের এক সদস্য বলেন, “এত বড় কিং কোবরা খুব কমই দেখা যায়। তবে ও শান্ত ছিল, সময় নিয়ে ধরা হয়েছে যাতে কোনও ক্ষতি না হয়।”
advertisement
আরও পড়ুন – Planet Found: সৌরমণ্ডলে খোঁজ পাওয়া গেল প্লুটোর ভাইয়ের, নয়া গ্রহ ২৫,০০০ বছরে একবার ঘোরে সূর্যকে
advertisement
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ প্রথমে ভীত হলেও পরে উদ্ধারপর্ব ঘিরে কৌতূহল তৈরি হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, “এত বড় সাপ আগে কখনও দেখিনি। বনদফতরের লোকজন খুব সাহসের সঙ্গে কাজ করেছেন।”
advertisement
উদ্ধারের পর সাপটিকে বনদফতরের নিয়ম মেনে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বনকর্মীরা জানান, কিং কোবরা প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদের নিরাপদে মুক্ত করে দেওয়াই সর্বোত্তম পদক্ষেপ।
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 7:51 PM IST
