নেদারল্যান্ডের রটটেরড্যাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে ওই দুই রেডপান্ডাকে। আর ক্রিসমাসের সকালেই ওই দুই রেডপান্ডা এসে পৌঁছায় দার্জিলিং চিড়িয়াখানায়৷ দুটো রেডপান্ডারই বয়স আড়াই বছর। প্রায় ২৭ ঘন্টার বেশি সময় যাত্রা করে ওই দুটো রেডপান্ডাকে আনা হয়। প্রথমে বিমানে, তারপর সড়কপথে। দুই রেড পান্ডার যত্নে কোন কমতি রাখা হয়নি রাস্তা জুড়ে ছিল বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের তত্ত্বাবধানেই ওই পান্ডা দম্পতিকে স্থানান্তরিত করা হয়।
advertisement
আরও পড়ুনঃ চিনির বদলে, দুধে নুন দিচ্ছেন? দুধ আর লবণ যোগে যা ঘটে…! জেনে-বুঝে খাচ্ছেন তো? নাহলেই…
বর্তমানে দুটো রেডপান্ডাই সুস্থ রয়েছে। আগামী এক মাস ওই রেড পান্ডা দম্পতিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর প্রজননের জন্য চিড়িয়াখানায় অন্যান্য রেড পান্ডার সঙ্গে ছাড়া হবে। বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় রেডপান্ডার সংখ্যা বেড়ে হল ২১ টি। এই প্রসঙ্গে দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, “অনেকটা যাত্রা করে জোড়া রেডপান্ডা এসে পৌঁছাল। দুজনেই খুব ভালরয়েছে। কোয়ারেন্টাইনে এক মাস রাখাহবে। তাদের ওপর আমাদের চিকিৎসক ও বিশেষজ্ঞরা নজর রাখবে। তাদের আগমনে ফের খুশির হাওয়া দার্জিলিং চিড়িয়াখানা চত্বরজুড়ে। এ যেন বড় দিনে পর্যটকদের জন্য দারুণচমক।
সুজয় ঘোষ