TRENDING:

ঝড়-জলে ফসলের ক্ষতিতে আর দুশ্চিন্তা নয়! ক্ষতিপূরণ দেবে বাংলা শস্য বিমা, কীভাবে আবেদন করবেন জেনে নিন

Last Updated:

Bangla Shasya Bima: রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের শস্য বিমা যোজনার আওতায় নিয়ে আসার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। এই বিমার জন্য চাষিদের আর ব্যাঙ্কে ব্যাঙ্কে ঘুরে বেড়াতে হবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: ইতিমধ্যেই জেলায় ধান রোপণের কাজ শেষ হয়েছে। এখন প্রতীক্ষা ফসল তোলার। কিন্তু প্রকৃতিক দুর্যোগে কখন ফসলের কী হাল হবে তা বলা সম্ভব নয়। আদৌ জেলার চাষিরা সব ফসলের সম্পূর্ণ অংশ ঘরে তুলতে পারবেন কিনা, প্রাকৃতিক কোন দুর্যোগ ফসল নষ্ট করবে কিনা সে বিষয়ে কোন নিশ্চয়তা নেই। যে কারণে রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের শস্য বিমা যোজনার আওতায় নিয়ে আসার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। এই বিমার জন্য চাষিদের আর ব্যাঙ্কে ব্যাঙ্কে ঘুরে বেড়াতে হবে না। সেই কাজ করবে সরকারের নির্দিষ্ট করা বিমা সংস্থা। সহযোগিতা করবে কৃষি দফতর।
advertisement

আরও পড়ুনঃ গরিব মানুষদের জন্য বরাদ্দ হাঁসের বাচ্চা ‘অবৈধভাবে’ বিলি! সরকারি আধিকারিকের বিরুদ্ধে তীব্র অভিযোগ, ক্ষেপে গিয়ে গ্রামবাসীরা যা করলেন

জেলা কৃষি দফতরের পক্ষ থেকে জানা যায়, এই ট্যাবলোর মাধ্যমে সাধারণ গ্রাম বাংলার কৃষকেরা কোথায় আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে ওয়াকিবহাল করানো হচ্ছে। এই বিমা করলে ফসল ক্ষতি হলেও কৃষকেরা আর্থিক সাহায্য পাবেন। চলতি বছরে দেড় লক্ষ কৃষককে এই বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেই কাজের প্রচারে সহজযোগিতা করবে একটি ভ্রাম্যমাণ গাড়ি, এমনটাই দাবি আধিকারিকদের। এই ভ্রাম্যমাণ গাড়ি আগামী কিছুদিন জেলার বিভিন্ন  গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের শস্য বিমা যোজনা সম্বন্ধে সম্যক ধারণা দেবে।

advertisement

কী রকম ক্ষতিপূরণ মিলবে জানেন!

আরও পড়ুনঃ দুই ট্রেকারের রেষারেষিতে মর্মান্তিক পরিণতি! বেপরোয়া গতি কাড়ল প্রাণ, জাতীয় সড়কে হাহাকার

বছরের গড় হিসেবে সংশ্লিষ্ট এলাকায় কত ফলন হয় তা দেখা হবে। ক্ষতির ফলে কত ফলন কম হয়েছে দেখা হবে। সাধারণ ফলন ও কম ফলনের বিয়োগ ফল শতাংশের হিসেবে ফেলে নির্ধারণ হবে ক্ষতিপূরণের পরিমাণ। এই প্রকল্প বাস্তবায়িত হলে চাষিরা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এত দিন যে সব চাষিরা ঋণ নিয়েছেন, তাঁরাই বিমার সুযোগ পেতেন। ব্যাঙ্কই উদ্যোগী হয়ে বিমা করিয়ে দিত, যাতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলেও বিমার টাকায় ঋণ আদায় করতে পারে ব্যাঙ্ক। এক্ষেত্রে মুনাফা নেই, উলটে খাটনি রয়েছে। তাই ঋণ নেননি, এমন বেশিরভাগ কৃষকই শস্য বিমার আওতার বাইরে থেকে যেতেন। তবে, এবার চাষিদের কথা মাথায় রেখে এ যেন বড়সড় উদ্যোগ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ঝড়-জলে ফসলের ক্ষতিতে আর দুশ্চিন্তা নয়! ক্ষতিপূরণ দেবে বাংলা শস্য বিমা, কীভাবে আবেদন করবেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল