গরিব মানুষদের জন্য বরাদ্দ হাঁসের বাচ্চা 'অবৈধভাবে' বিলি! সরকারি আধিকারিকের বিরুদ্ধে তীব্র অভিযোগ, ক্ষেপে গিয়ে গ্রামবাসীরা যা করলেন

Last Updated:

পঞ্চায়েত সমিতির বরাদ্ধকৃত হাঁসের বাচ্চা বিলি করার অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ দফতরের আধিকারিক ডঃ শর্মিলা রায়ের বিরুদ্ধে।

গঙ্গারামপুরে হাঁসের বাচ্চা চুরি ঘিরে বিক্ষোভ
গঙ্গারামপুরে হাঁসের বাচ্চা চুরি ঘিরে বিক্ষোভ
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধর: হাঁসের বাচ্চা বিলিকে কেন্দ্র করে উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ দফতরে। হাঁসের বাচ্চা লুট করে চম্পট দিল উত্তপ্ত জনতা। সেইসঙ্গে পঞ্চায়েত সমিতির বরাদ্দকৃত হাঁসের বাচ্চা বিলি করার অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ দফতরের আধিকারিক ডঃ শর্মিলা রায়ের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রাণী সম্পদ দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান পঞ্চায়েত সমিতির সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে চরম অব্যবস্থার চিত্র দেখা মিলল গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ দফতরে। যদিও হাঁসের বাচ্চা লুট করার ঘটনার দায় এড়িয়েছেন দফতরের আধিকারিক শর্মিষ্ঠা রায়। সেই সঙ্গে তিনি নিজের বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
আরও পড়ুনঃ দুই ট্রেকারের রেষারেষিতে মর্মান্তিক পরিণতি! বেপরোয়া গতি কাড়ল প্রাণ, জাতীয় সড়কে হাহাকার
প্রসঙ্গত, গ্রামীন এলাকার সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন সময় হাঁসের বাচ্চা, ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা বিলি করা হয়ে থাকে। সেই মতো গঙ্গারামপুর ব্লকের ১১টি অঞ্চলের মানুষকে হাঁসের বাচ্চা বিলি করার উদ্যোগ গ্রহণ করে গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ দফতর। এদিন ৫৪০ জন উপভোক্তাকে হাঁসের বাচ্চা প্রদান করার উদ্যোগ নেওয়া হয় গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ দফতরের তরফ থেকে।
advertisement
আরও পড়ুনঃ ইভটিজিংয়ের অভিযোগ ঘিরে রণক্ষেত্র হরিশ্চন্দ্রপুর! আইসি-কে লক্ষ্য করে হামলা, ক্ষিপ্ত গ্রামবাসীর হাতে আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর
সকাল থেকে ব্লক অফিস চত্বরে শুরু হয় হাঁসের বাচ্চা বিলির কাজ। এদিকে হাঁসের বাচ্চা বিলিকে কেন্দ্র করে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রাণী সম্পদ দফতরের আধিকারিক। পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দফতরের কর্মদক্ষ এনামুল রহমান চৌধুরীর অভিযোগ, পঞ্চায়েত সমিতির ৩২ জন সদস্যের জন্য বরাদ্দকৃত ৩২০০ হাঁসের বাচ্চার মধ্যে ১০০০ হাঁসের বাচ্চা রেখে বাকি হাঁসের বাচ্চা বিলি করে দিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের আধিকারিক। এ নিয়ে কথা বলতে গেলে পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রাণী সম্পদ আধিকারিক শর্মিলা রায়।
advertisement
advertisement
এরই মাঝে গ্রামবাসীরা হাঁসের বাচ্চা বোঝাই গাড়ি লুট করে নিয়ে যায়। পর্যাপ্ত নিরাপত্তার অভাবের কারণেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রাণী সম্পদ দফতর আধিকারিককে দায়ী করেন এবং দফতরের সামনে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। পরে ব্লক প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গরিব মানুষদের জন্য বরাদ্দ হাঁসের বাচ্চা 'অবৈধভাবে' বিলি! সরকারি আধিকারিকের বিরুদ্ধে তীব্র অভিযোগ, ক্ষেপে গিয়ে গ্রামবাসীরা যা করলেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement