ইভটিজিংয়ের অভিযোগ ঘিরে রণক্ষেত্র হরিশ্চন্দ্রপুর! আইসি-কে লক্ষ্য করে হামলা, ক্ষিপ্ত গ্রামবাসীর হাতে আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
লাঠি-সোঁটা নিয়ে একদল গ্রামবাসী পুলিশ বাহিনীর উপর চড়াও হয়। হামলা চালায়। বেধড়ক মারধরের শিকার হন হরিশ্চন্দ্রপুর থানার দুই সাব-ইন্সপেক্টর শঙ্কর রজক ও নিত্যানন্দ সাহা।
মালদহ, জিএম মোমিন: ইভটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হরিশ্চন্দ্রপুরে। গ্রাম্য সালিশি সভাকে ঘিরে গ্রামে প্রবল উত্তেজনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গ্রামবাসীর হাতে মার খেলেন খোদ পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, সোমবার মাঠে গরু চড়াতে গিয়েছিলেন এক তরুণী। সেখানেই ইভটিজিংয়ের শিকার হন তিনি। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে মালদহের হরিশ্চন্দ্রপুরের এক গ্রামে। অভিযোগের জেরে গ্রামের মাতব্বররা সালিশি সভা ডাকেন এবং অভিযুক্ত যুবককে তাঁরা নিজেরাই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সুষ্ঠভাবে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয় গ্রামবাসীদের কাছে। আর তা নিয়েই বাধে গণ্ডগোল।
advertisement
আরও পড়ুনঃ পরিত্যক্ত বাড়ির শৌচাগার থেকে ৩ ড্রাম তাজা বোমা উদ্ধার, ছাব্বিশের ভোটের আগে উত্তেজনা ছড়ানোর চেষ্টা! কালিয়াচকে আতঙ্ক
অভিযোগ, গ্রামবাসীরা মূল সড়কে পুলিশকে আটকে দেয় এবং পুলিশের গাড়ি গ্রামে প্রবেশে বাধা দেয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, লাঠি-সোঁটা নিয়ে একদল গ্রামবাসী পুলিশ বাহিনীর উপর চড়াও হয়। হামলা চালায়। বেধড়ক মারধরের শিকার হন হরিশ্চন্দ্রপুর থানার দুই সাব-ইন্সপেক্টর শঙ্কর রজক ও নিত্যানন্দ সাহা। বাধা দিতে গেলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারকেও লক্ষ্য করে হামলা চালান হয়। আহত হন আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। এলাকায় ব্যাপক পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। থমথমে পরিস্থিতির মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা। প্রশাসনের উপর প্রকাশ্য হামলা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 7:38 PM IST