নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
ছাড়পত্র কবিতায় লেখা কবি সুকান্ত ভট্টাচার্যের এই দুটি লাইনকে যেন জীবনের সত্যি বলে ধারণ করেছেন হাসিমারার দুই যুবক অমৃত মিঞ্জ ও রাহুল মিঞ্জ। এই দূষিত পৃথিবীকে রক্ষা করতে সবুজায়ন একমাত্র পথ বলে বহু আগেই জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। আর সেই লক্ষ্যেই সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েছেন এই দুই বন্ধু। উত্তর-পূর্ব ভারতের পর এবারে উত্তর ভারতে সাইকেল নিয়ে যাত্রা করেছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: গঙ্গাসাগরের সমুদ্রতীরে ঘুরছে অতবড় ওটা কি প্রাণী! ভাইরাল ছবি
কংক্রিটের জঙ্গলে সবুজের অস্তিত্ব রক্ষা করতে বদ্ধপরিকর দুই বন্ধু। তাঁদের মুখে শোনা গেল আরও বেশি গাছ লাগিয়ে মানুষের তথা পৃথিবীর প্রাণ রক্ষা করার বার্তা। এই বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে আলিপুরদুয়ার জেলার মধ্য সাতালি এলাকা থেকে সাইকেলে চেপে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন দুই বন্ধু। এই বিষয়ে অমৃত মিঞ্জ জানান, সবুজের অভাব সর্বত্র। যার জন্য বিভিন্ন রোগব্যাধি বাড়ছে। যুব সমাজকে বিশেষ করে সচেতন করতে হবে।যার জন্য আমরা সাইকেলকে মাধ্যম করেছি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রায় ৯০০ কিলোমিটার পথ সাইকেলে চেপে অতিক্রম করবেন তাঁরা। এই দুই যুবককের সমর্থনে এগিয়ে এসেছেন এলাকার বাসিন্দারাও। সকলেই তাঁদের শুভেচ্ছা ও শুভকামনা জানান। এই যাত্রা শেষ হতে প্রায় একমাস সময় লাগবে বলে জানান দুই যুবক।সাইকেল চালালে শরীরের পাশাপাশি পরিবেশ ভাল থাকে বলে জানান। অযোধ্যার রামমন্দির দর্শন করে নেপালে যাওয়ার ইচ্ছে রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
অনন্যা দে