Viral Unknown Sea Creature: গঙ্গাসাগরের সমুদ্রতীরে ঘুরছে অতবড় ওটা কি প্রাণী! ভাইরাল ছবি

Last Updated:

মুহূর্তের মধ্যে এই বিশালাকার সামুদ্রিক প্রাণীর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছুটে আসে সকলে

বিশালাকার সেই কচ্ছপ
বিশালাকার সেই কচ্ছপ
গঙ্গাসাগর: জাপান, অস্ট্রেলিয়ার মত দেশের সমুদ্র সৈকতে মাঝেমধ্যেই অজানা অচেনা বিশাল বিশাল সব সামুদ্রিক প্রাণী ভেসে আসতে দেখা যায়। এবার খানিকটা তেমনই দৃশ্য দেখা গেল গঙ্গাসাগরের সমুদ্র তটে। স্থানীয়রা হঠাৎ দেখেন এক বিশালাকার প্রাণী সমুদ্র তীরে ঘুরে বেড়াচ্ছে। তবে জল থেকে ডাঙায় উঠে সে কিছুটা যেন ক্লান্ত।
মুহূর্তের মধ্যে এই বিশালাকার সামুদ্রিক প্রাণীর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছুটে আসে সকলে। বন দফতরের বিশেষজ্ঞদের থেকে শেষ পর্যন্ত জানা যায় ওই বিশাল প্রাণীটি হল অলিভ রিডলে সি টার্টেল বা সাগর কাছিম। এরা সমুদ্রে থাকে। কোনোভাবে সেটি সি বিচে চলে এসেছিল। এটি দেখার পর পর্যটকরাই ধাক্কাধাক্কি করে তাকে আবার সমুদ্রে ফিরিয়ে দেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই ধরনের কচ্ছপ সাধারণত গঙ্গাসাগরে দেখা যায় না। এরা সমুদ্রের ইষদুষ্ণ জলে বসবাস করে। এদের গড় ওজন হয় ৪৬ কিলো। পিঠের খোলসের দৈর্ঘ্য হয় ২.৫ ফুট। সেপ্টেম্বর থেকে মার্চ মাসে এদের প্রজননের সময়। সেই সময় এরা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জন্মস্থানে ফিরে আসে। এই কচ্ছপটি ওরকমভাবেই হয়ত ফিরে এসেছে কপিলমুনির পাদদেশে। তবে কচ্ছপটি ডাঙায় উঠলেই সেখানে থাকা পর্যটকরা কচ্ছপটিকে আবার জলে ফিরিয়ে দিয়েছে। যা নজর কেড়েছে সকলের। আসলে এত বড় কচ্ছপ আগে কখনও দেখা যায়নি এলাকায়। সেজন্যই এই কচ্ছপ নিয়ে এলাকায় চলছে আলোচনা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Unknown Sea Creature: গঙ্গাসাগরের সমুদ্রতীরে ঘুরছে অতবড় ওটা কি প্রাণী! ভাইরাল ছবি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement