আরও পড়ুনঃ ধুন্ধুমার করুণাময়ীতে! ২০২২ টেট উত্তীর্ণদের বিক্ষোভে পুলিশি ধরপাকড়! চ্যাংদোলা করে তোলা হল গাড়িতে
সাহিদের বাবা তাহির শেখ জানান, রাত আটটার সময় কে বা কারা ছেলেকে ফোন করে ডাকে এরপর ঘণ্টা খানেক বাদে স্থানীয় মারফৎ জানতে পারি ছেলেকে গুলি করা হয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে ছেলেকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে গেলে সেখানে কলকাতা রেফার করা হয়। ছেলের বুকে গুলি লেগেছে। ছেলে গুলিবিদ্ধ অবস্থায় রাজ নামক এক অভিযুক্তের নাম বলেছে।
advertisement
ঘটনাস্থলে থাকা এক দোকানদার মোবারক হোসেন জানান, গুলি কাণ্ডে অভিযুক্ত ব্যক্তি এলাকায় তোলাবাজি করত এবং নিজের কাছে সব সময় বন্দুক নিয়ে ঘুরে বেড়াতো। আচমকাই গতকাল রাতে মোটর বাইকে করে তারা দোকানের সামনে এসে আব্দুল সাহিদ বলে ছেলেটির সঙ্গে ঝামেলা শুরু করে। এরপর রাজ খান নামে ওই যুবকটি তাকে গুলি করে। তোলা না দেওয়ায় এর আগেও বহুবার হামলা করেছে ওই দোকানের মালিককে বলে অভিযোগ স্থানীয়দের। তবে কেন এই যুবক কে গুলি করল তা স্পষ্ট কিছু বলতে পারেননি স্থানীয়রা।
এদিকে এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় গুলি কাণ্ডে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।